BREAKING:
Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের তৃতীয় সন্তান-এর জন্ম দিলে মিলবে ৫০হাজার! বহুতল থেকে ঝাঁপ জিএসটি আধিকারিকের, হতাশা থেকে আত্মহত্যা দাবি পুলিশের গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল সংসদের অধিবেশন চলাকালীন অসুস্থ সৌগত রায় শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার

Kibria Ansary
  • শেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার

পুবের কলম, ওয়েবডেস্ক: অকেজো বিমানের টয়লেট, মাঝ আকাশ থেকে গন্তব্যে না গিয়ে ফিরে যেতে হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানকে। শিকাগো থেকে দিল্লি যাওয়ার পথে বিমানের ১২টি টয়লেট অকেজো হয়ে পড়েছিল বলে খবর। যা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল যাত্রীরা। ঠিক কি কারণে গন্তব্যে না গিয়ে ফের শিকাগো ফিরে যেতে হয়েছিল বিমানকে! সোমবার তাঁর ব্যাখ্যা দিয়েছে উড়ান সংস্থাটি। এয়ার ইন্ডিয়া বলেছে, বিমানের ১২টি টয়লেটের বেশিরভাগই অকেজো হয়ে পড়ায় মার্কিন শহরে ফিরে যেতে হয়েছিল। টয়লেটগুলিতে পলিথিন ব্যাগ, ন্যাকড়া এবং কাপড়ের অংশ ফেলে তা ফ্লাশ করা হয়। ফলে সেগুলি টয়লেটে আটকে গিয়ে অকেজো হয়ে পড়ে এবং ব্যবহারের অযোগ্য হয়ে যায়।

বিমান সংস্থা সূত্রে খবর, ৫ মার্চ শিকাগো থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এআই১২৬ (AI126)। যাত্রা শুরুর প্রায় দু’ঘণ্টা পরেই বিমানের টয়লেট অকেজো হয়ে পড়ার বিষয়টি সামনে আসে। ১২টি টয়লেটের মধ্যে ৮টি অকেজো হয়ে পড়ে। যাত্রীরা এনিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করে নিয়ে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “বিমানটি আটলান্টিক মহাসাগরের উপরে থাকাকালীন সময়ে যাত্রীদের সুরক্ষার স্বার্থে মাঝ আকাশ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”

শিকাগো ফিরে যাওয়ার পর সমস্ত যাত্রীদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে উড়ান সংস্থাটি। পরে গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেছেন, তদন্ত প্রক্রিয়ায় টয়লেটগুলি থেকে অনেক বজ্র পদার্থ পাওয়া গেয়ে। ব্লাঙ্কেটস, ইননেরওয়ার এবং ডায়াপার টয়লেটগুলিতে ঢুকিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় কাজেই টয়লেটগুলি ব্যবহারের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder