পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী জুম্মাবারে দেশজুড়ে পালিত হবে হোলি উৎসব। এই হোলিকে সামনে রেখে আগাম মুসলিমদের সতর্ক করে দিলেন বিহারের এক বিজেপি বিধায়ক। এমনকি হোলিতে মুসলিমরা ঘরবন্দি থাকার নিদান দিলেন বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল। তাঁর বক্তব্য, বছরে ৫২টি জুম্মাবার থাকে, এবারের জুম্মাবারে হোলি পড়েছে। তাই মুসলিমদের উচিত, হিন্দুদের হোলি উৎসব পালন করতে দেওয়া।
এরপরই পদ্ম বিধায়ক নিদান দিয়েছেন, “যদি কেউ তাঁদের গায়ে রং দেয়, তাহলে তা নিয়ে রাগারাগি করা উচিত নয়। এতে মুসলিমদের সমস্যা হলে ওইদিন ঘরবন্দি থাকুন। সম্প্রীতি রক্ষায় এটা করা জরুরি।” মুসলিমদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বাচাউল বলেন, মুসলিমরা রং বিক্রি করে টাকা উপার্জন করবেন। অথচ সেই রং তাদের গায়ে লাগলে তাঁরা নরকযাত্রার ভয়ে ভীত হয়ে যান।
পদ্ম বিধায়কের বিদ্বেষী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। কটাক্ষ করে তিনি বলেছেন, রাজ্যটা কি ওঁর বাবার। এই ধরনের মন্তব্য করার উনি কে। এই দেশ রাম-রহিমে বিশ্বাসী। এই রাজ্যে ৫-৬ জন হিন্দু একজন মুসলিম ভাইকে রক্ষা করার জন্য সবসময় পাশে দাঁড়ায়।