সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, সঙ্গে ভ্যাপসা গরম

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 26
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস।আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার কলকাতা-সহ জেলাগুলিতে বৃষ্টি না হলেও দক্ষিণের জেলাগুলিতে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা। ওই দু’দিন প্রতি জেলায় জারি সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঝড়ও হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে তো কোথাও আবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবারের পর থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবা।
আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। উত্তরের আট জেলায় আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির সতর্কতা জারি। হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।ঝড়বৃষ্টি হলেও আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।