০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ালে কড়া শাস্তির মুখে পড়তে হবে ভুয়ো খবর ছড়ানো ব্যাক্তিকে। এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। শুক্রবার জানিয়ে দিয়েছেন, তাঁর মক্কেল তথা ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনও বিশেষ উদ্দেশ্যে কোনও অসত্য খবর বা গুজব ছড়ানো হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বিরোধীদের অভিষেকের বিদেশযাত্রা নিয়ে শুরু করা অপপ্রচার ও কুৎসা এবং কিছু সংবাদমাধ্যমের তরফে ছড়িয়ে দেওয়া বিভ্রান্তিকর খবর।

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ গিয়েছেন। কিন্তু সেই বিদেশ যাত্রা নিয়ে যে কুৎসিত ব্যাক্তিগত আক্রমণ শুরু করেছে বিরোধীরা, এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিচ্ছে তৃণমূল।

আরও পড়ুন: ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের

অভিষেকর আইনজীবী সঞ্জয় বসু এ দিন জানিয়েছেন, ‘চিকিৎসার প্রয়োজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রা। তাঁর বিদেশ যাত্রার অধিকারে কোনও নিষেধাজ্ঞা থাকতে পারে না। এটি তাঁর মৌলিক অধিকার। প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েই তিনি রওনা হয়েছেন। এর আগেও চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে অনেকবারই বিদেশ গিয়েছেন তিনি। সর্বোপরি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বিভিন্ন সময়ে তাঁর বিদেশ যাত্রার অধিকার স্বীকার করে নিয়েছে। এরপরেও যদি কেউ তাঁকে নিয়ে কোনও অসত্য খবর বা গুজব ছড়ায় বা কোনও বিশেষ উদ্দেশ্যে নিয়ে অপপ্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টকে জানিয়েই বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন।’

আরও পড়ুন: মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে ভোকাট্টা করবে: অভিষেক

অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

আরও পড়ুন: ফেক নিউজের বিরুদ্ধে লড়াই, সম্মাননা পেলেন সাংবাদিক জুবেইর

উল্লেখ্য, দুর্ঘটনায় অভিষেকের বাঁ দিকের চোখের অপটিক্যাল লোব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। দুবাই ও আমেরিকার দু’জন বিশ্বখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চোখের চিকিৎসা করছেন। চিকিৎসা করাতে তাঁকে তাই বিদেশে যেতেই হয়।

 

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ালে কড়া শাস্তির মুখে পড়তে হবে ভুয়ো খবর ছড়ানো ব্যাক্তিকে। এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। শুক্রবার জানিয়ে দিয়েছেন, তাঁর মক্কেল তথা ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনও বিশেষ উদ্দেশ্যে কোনও অসত্য খবর বা গুজব ছড়ানো হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বিরোধীদের অভিষেকের বিদেশযাত্রা নিয়ে শুরু করা অপপ্রচার ও কুৎসা এবং কিছু সংবাদমাধ্যমের তরফে ছড়িয়ে দেওয়া বিভ্রান্তিকর খবর।

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ গিয়েছেন। কিন্তু সেই বিদেশ যাত্রা নিয়ে যে কুৎসিত ব্যাক্তিগত আক্রমণ শুরু করেছে বিরোধীরা, এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিচ্ছে তৃণমূল।

আরও পড়ুন: ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের

অভিষেকর আইনজীবী সঞ্জয় বসু এ দিন জানিয়েছেন, ‘চিকিৎসার প্রয়োজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রা। তাঁর বিদেশ যাত্রার অধিকারে কোনও নিষেধাজ্ঞা থাকতে পারে না। এটি তাঁর মৌলিক অধিকার। প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েই তিনি রওনা হয়েছেন। এর আগেও চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে অনেকবারই বিদেশ গিয়েছেন তিনি। সর্বোপরি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বিভিন্ন সময়ে তাঁর বিদেশ যাত্রার অধিকার স্বীকার করে নিয়েছে। এরপরেও যদি কেউ তাঁকে নিয়ে কোনও অসত্য খবর বা গুজব ছড়ায় বা কোনও বিশেষ উদ্দেশ্যে নিয়ে অপপ্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টকে জানিয়েই বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন।’

আরও পড়ুন: মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে ভোকাট্টা করবে: অভিষেক

অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

আরও পড়ুন: ফেক নিউজের বিরুদ্ধে লড়াই, সম্মাননা পেলেন সাংবাদিক জুবেইর

উল্লেখ্য, দুর্ঘটনায় অভিষেকের বাঁ দিকের চোখের অপটিক্যাল লোব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। দুবাই ও আমেরিকার দু’জন বিশ্বখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চোখের চিকিৎসা করছেন। চিকিৎসা করাতে তাঁকে তাই বিদেশে যেতেই হয়।