২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

ইমামা খাতুন
- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্প কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ২। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার। এই ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এতে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।