ইউক্রেনে অসমাপ্ত পড়া রাশিয়ায় সম্পূর্ণ করতে পারবে পড়ুয়ারা, ঘোষণা পুতিন সরকারের

- আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সব থেকে ক্ষতির মুখে পড়ে ভারত থেকে ইউক্রেনে পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা। যুদ্ধ শুরু হওয়ার পর কোনও রকমে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরতে বাধ্য হয় তারা। মাঝপথে পড়াশোনা স্তব্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা শিকেয় ওঠে। তীব্র ঠাণ্ডা তার মধ্যে যুদ্ধ চলাকালীন আধ পেটা খেয়ে জার্মানি, বেলারুশ, হাঙ্গেরির সীমান্ত থেকে ভারতের পাঠানো উদ্ধারকারী বিশেষ বিমানে দেশে ফেরেন পড়ুয়ারা।
কারণ ভারত সরকার জানিয়ে দেয় বিদেশ থেকে ভারতে আসা ভারতীয় পড়ুয়ারা দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাবে না। তবে এবার সেই সমস্ত পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া। যুদ্ধের কারণে যাতে এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত না হয়, তার জন্য রাশিয়ায় গিয়ে তারা বাকি পড়াশোনা শেষ করতে পারবে বলেই জানানো হয়েছে রাশিয়া সরকারের পক্ষ থেকে।
বৃহস্পতিবার চেন্নাইয়ে রাশিয়ার কনসুল জেনারেল ওলেগ আভডিভ বলেন, “ভারতীয় পড়ুয়া, যারা ইউক্রেনে পড়াশোনা অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে বাধ্য হয়েছেন, তারা রাশিয়ায় এসে পড়াশোনা সম্পূর্ণ করতে পারবেন। রাশিয়া ও ইউক্রেনের মেডিক্যাল পাঠক্রম প্রায় এক। তাছাড়া পড়ুয়ারা স্থানীয় ভাষাও জানেন, কারণ ইউক্রেনের অধিকাংশ বাসিন্দাই রাশিয়ান ভাষায় কথা বলেন। সমস্ত পড়ুয়াদের রাশিয়ায় স্বাগত।”
পাশাপাশি তাঁর আরও দাবি, বর্তমানে বহু ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য রাশিয়াকে বেছে নিচ্ছেন। এমনকি স্কলারশিপের জন্যও আবেদন করছেন বহু ভারতীয় পড়ুয়া।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনের উপর যুদ্ধের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে অথৈ জলের পড়েন পড়ুয়ারা। মাঝপথেই পড়াশোনা বন্ধ রেখে দেশের ফিরে আসতে বাধ্য হয়েছিল তারা। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে পড়ুয়াদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া পরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই বিদেশ ফেরত পড়ুয়াদের ভর্তি নিতে অস্বীকার করে। এমনকী পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠির নিয়েও প্রশ্ন ওঠে। এই নিয়ে বহু বিতর্ক হয়।
অন্যদিকে পড়ুয়াদের অভিভাবকেরা জানান, ভারতের মেডিক্যাল পড়া তুলনামূলকভাবে খরচসাপেক্ষ হওয়ায়, বহু পড়ুয়াই রাশিয়া-ইউক্রেনের মতো দেশে পড়তে যান, কারণ সেখানে পড়ার খরচ কিছুটা হলেও কম।