রোবট বানিয়ে চমক দিল পাক মাদরাসার শিক্ষার্থীরা

- আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: জামিয়া বাইতুস সালাম তালাগং। পাকিস্তানের পঞ্জাবে অবস্থিত একটি আধুনিক দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই সঙ্গে ধর্মীয় ও স্কুলের শিক্ষা লাভ করে থাকে। কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতাতেও তারা সাফল্যের স্বাক্ষর রাখছে। জামিয়া বাইতুস সালাম করাচিভিত্তিক বাইতুস সালাম ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান। বাইতুস সালাম ওয়েলফেয়ার ট্রাস্ট সম্পূর্ণ একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান, যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই ট্রাস্টের অধীনেই ২০১৩ সালে জামিয়া বাইতুস সালাম যাত্রা শুরু করে। বাইতুস সালাম এডুকেশনাল ফাউন্ডেশন পাকিস্তানের ৫০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে ৩৫ হাজার শিক্ষার্থী বাইতুস সালাম পরিচালিত ৩৮০ শিক্ষাকেন্দ্রে লেখাপড়া করে। জামিয়া বাইতুস সালাম তালাগংকে একটি বিস্ময়কর শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে না। কেননা এখানে একই সঙ্গে একজন শিক্ষার্থী দরসে নিজামি (কওমি শিক্ষাক্রম) ও ইংরেজি মিডিয়ামের পাঠ সম্পন্ন করে। শিক্ষার্থীরা এই শিক্ষাসেবা পেয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। জামিয়া বাইতুস সালাম তালাগংয়ে প্রায় ৩ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের পাঠদান করেন শতাধিক শিক্ষক। সম্পূর্ণ দ্বিনি, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান করা হয়। জামিয়া বাইতুস সালামে শিক্ষার্থীরা পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি ইংরেজি শিক্ষাতেও দক্ষ হয়ে ওঠে। এখানে শিক্ষার্থীরা ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি বিষয়গুলো শিখতে পারে। যার মধ্যে আছে গণিত, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কম্পিউটার সায়েন্স, রবোটিকস, কোডিং, প্রোগ্রামিং, ওয়েব-ডিজাইন, ভিডিয়ো এডিটিং ইত্যাদি।
তবে রোবোটিকস বিষয়ে জামিয়া বাইতুস সালামের শিক্ষার্থীদের সাফল্য পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ, এই শিক্ষার্থীরা চলতি বছরের জানুয়ারিতে ইসলামাবাদের ‘ক্যাপিটাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ আয়োজিত রোবোকাস্ট-২৩ পুরস্কার জেতে। চলতি বছরের জানুয়ারিতে আয়োজিত মিসমো জাতীয় গণিত অলিম্পিয়াডে স্থানীয় পর্যায়ে শীর্ষ ১০টি স্থান এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাইতুস সালামের শিক্ষার্থীরা।