০৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজ্য পুলিশের সাফল্য, ফরিদাবাদে অভিযান চালিয়ে উদ্ধার ক্যানিং থেকে নিখোঁজ মহিলা

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্ক: ফরিদাবাদের একটি আবাসিক কমপ্লেক্সে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে নিখোঁজ হওয়া মহিলাকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার মিশন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক বীরেন্দ্র কুমার সিং, রেসকিউ ফাউন্ডেশনের তদন্ত কর্মকর্তা অক্ষয় পান্ডে এবং পাল্লা থানা এবং ক্যানিং থানার অফিসারদের সঙ্গে ফরিদাবাদ অপরাধ শাখার যৌথ অভিযানে এই সাফল্য আসে।

 

গত ২৩ সেপ্টেম্বর কুড়ি বছর বয়সি ওই মহিলা নিখোঁজ হন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিল্লিতে গৃহকর্মীর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই মহিলাকে যৌনব্যবসায় বাধ্য করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই মহিলার তিন বছর বয়সি ছেলে এখনও নিখোঁজ রয়েছে।

 

গত ২৬ সেপ্টেম্বর ওই মহিলার বাবা ক্যানিং থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তদন্ত নেমে পুলিশ এই নিখোঁজের ঘটনায় যুক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মণিরুল গায়েন নামে এক ব্যক্তির খোঁজ পায়। ওই ব্যক্তি নিখোঁজ মহিলাকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন।

পরবর্তীতে তিনি ওই মহিলাকে ফরিদাবাদের এক দম্পতির কাছে বিক্রি করে দেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতি, তাঁদের ২৫ বছর বয়সি ছেলে এবং এক গাড়ির চালককে গ্রেফতার করেছে। ওই গাড়ি চালক মহিলাকে গাড়ি চালিয়ে ক্লায়েন্টদের বাড়িতে নিয়ে যেতেন। নির্যাতিতা জানান, একমাস ধরে তাঁকে নির্যাতন করা হয়েছে। বাধ্য করা হয়েছে পতিতাবৃত্তিতে। গোটা ঘটনায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আইপিসি ৩৬৩ এবং ৩৬৫-এর অধীনে মামলা রুজু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য পুলিশের সাফল্য, ফরিদাবাদে অভিযান চালিয়ে উদ্ধার ক্যানিং থেকে নিখোঁজ মহিলা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ফরিদাবাদের একটি আবাসিক কমপ্লেক্সে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে নিখোঁজ হওয়া মহিলাকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার মিশন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক বীরেন্দ্র কুমার সিং, রেসকিউ ফাউন্ডেশনের তদন্ত কর্মকর্তা অক্ষয় পান্ডে এবং পাল্লা থানা এবং ক্যানিং থানার অফিসারদের সঙ্গে ফরিদাবাদ অপরাধ শাখার যৌথ অভিযানে এই সাফল্য আসে।

 

গত ২৩ সেপ্টেম্বর কুড়ি বছর বয়সি ওই মহিলা নিখোঁজ হন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিল্লিতে গৃহকর্মীর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই মহিলাকে যৌনব্যবসায় বাধ্য করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই মহিলার তিন বছর বয়সি ছেলে এখনও নিখোঁজ রয়েছে।

 

গত ২৬ সেপ্টেম্বর ওই মহিলার বাবা ক্যানিং থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তদন্ত নেমে পুলিশ এই নিখোঁজের ঘটনায় যুক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মণিরুল গায়েন নামে এক ব্যক্তির খোঁজ পায়। ওই ব্যক্তি নিখোঁজ মহিলাকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন।

পরবর্তীতে তিনি ওই মহিলাকে ফরিদাবাদের এক দম্পতির কাছে বিক্রি করে দেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতি, তাঁদের ২৫ বছর বয়সি ছেলে এবং এক গাড়ির চালককে গ্রেফতার করেছে। ওই গাড়ি চালক মহিলাকে গাড়ি চালিয়ে ক্লায়েন্টদের বাড়িতে নিয়ে যেতেন। নির্যাতিতা জানান, একমাস ধরে তাঁকে নির্যাতন করা হয়েছে। বাধ্য করা হয়েছে পতিতাবৃত্তিতে। গোটা ঘটনায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আইপিসি ৩৬৩ এবং ৩৬৫-এর অধীনে মামলা রুজু হয়েছে।