খামখেয়ালি আবহাওয়ায় ভোগান্তি, বহু শিশুকে ভর্তি করাতে হচ্ছে হাসপাতালে

- আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: নামে এখন শীতকাল। কারণ, এমনই দেখা যাচ্ছে, হঠাৎ করে একদিন ঠান্ডা তো আবার একদিন গরম। তাপমাত্রার এমন ওঠা-নামার জেরে ভুগছে অনেক শিশু। খামখেয়ালি এমন আবহাওয়ার কারণে বহু শিশুকে এখন হাসপাতালে ভর্তিও করাতে হচ্ছে। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা, হঠাৎ করে শিশুদের মধ্যে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে।
নিওনেটোলজি সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল-এর সেক্রেটারি তথা, শিশুরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক সুমিতা সাহার কথায়, ‘বহু সংখ্যক শিশু এখন নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা বাদে অন্য বিভিন্ন ধরনের ভাইরাস-সংক্রমণের শিকার হচ্ছে। এই সব ভাইরাসের মধ্যে অ্যাডিনো ভাইরাস, আরএসভি রয়েছে।
তিনি বলেন, হঠাৎ করে শিশুদের মধ্যে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে যাওয়ার ফলে অনেক শিশুকেই এখন হাসপাতালে ভর্তিও করাতে হচ্ছে।
এই ধরনের পরিস্থিতির জন্য কারণ হিসাবে বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, ‘এই সময় যেভাবে তাপমাত্রার ওঠা-নামা হচ্ছে। হঠাৎ করে একদিন ঠান্ডা, আবার হঠাৎ করে একদিন গরম। এর ফলে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ায় বেশি ভুগছে শিশুরা। এই চিকিৎসক এমনই জানিয়েছেন, কোভিড-১৯-এর অতিমারীর কারণে দুই বছর স্কুলে যেতে পারেনি শিশুরা। যার জেরে, ইমিউনিটি লেভেল-ও কম আছে।
এর ফলে স্কুলে একজন শিশুর থেকে অন্য শিশুর শরীরে ছড়িয়ে পড়ছে এই সব ভাইরাসের সংক্রমণ। দূষণের কারণেও সমস্যা বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
চিকিৎসক সুমিতা সাহা বলেন, জ্বর কমছে না। এতটাই বাজে অবস্থা হয়ে যাচ্ছে যে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে অনেক শিশুকে। হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা। এর জন্যই এখন বেশি ভুগছে শিশুরা।
তিনি বলেন, কোনও শিশু হয়তো সুস্থ হওয়ার পরে স্কুলে গেল। দেখা গেল, আবার কোনও সংক্রমণের শিকার হয়ে পড়ল সে। এই অবস্থায় চিকিৎসকরা, মা-বাবা, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা এখন বেড়ে গিয়েছে। দুই বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যাচ্ছে।
শিশুরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক অগ্নিমিতা গিরি সরকার বলেন, এই সময় পরিবেশের পরিবর্তন হয়। আবহাওয়ার এই পরিবর্তনের পাশাপাশি ভাইরাসগুলির পরিবর্তনও হয়। বিভিন্ন ভাইরাসের সংক্রমণ এই সময় দেখা দেয়। সাধারণভাবে এই সময় ফুসফুস সংক্রান্ত অসুখগুলি বেশি হয়।
এর পাশাপাশি বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, তাপমাত্রার এমন ওঠা-নামার কারণে বিভিন্ন ভাইরাসের আগমন ঘটে। ফলে, এই সময় বিভিন্ন ভাইরাস সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়।
ভাইরাস। ফলে, যে কোনও শরীরের যে কোনও অঙ্গ আক্রান্ত হতে পারে। এর ফলে, এই সময় ভাইরাল ডায়ারিয়াও দেখা দিতে পারে। এমনই জানিয়ে চিকিৎসক অগ্নিমিতা গিরি সরকার বলেন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি বাড়াবাড়ি হয় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এর ফলেও হাসপাতালে ভর্তি করাতে হয়।
দূষণের কারণে বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিতে পারে। এর পাশাপাশি বিশেষজ্ঞ এই চিকিৎসক এমনই জানিয়েছেন, তাপমাত্রা বেশি ওঠা-নামা করলে শারীরিক সমস্যাও বেড়ে যেতে পারে। এর ফলে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে।