আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী হামলা, তালিবান নেতাসহ ১৮ জন নিহত

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 5
পুবের কলম ওয়েব ডেস্কঃ আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি সুন্নি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় তালিবানের শীর্ষস্থানীয় এক নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বোমা বিস্ফোরণে তালিবানের যে শীর্ষস্থানীয় নেতা ও ইমাম নিহত হয়েছেন তার নাম মুজিব রহমান আনসারি। তালিবানের শীর্ষস্থানীয় নেতা হওয়ার কারণে তার সঙ্গে সব সময় বেশ কয়েকজন দেহরক্ষী থাকতেন। আজকের বিস্ফোরণে তার অন্তত ১৩ জন দেহরক্ষী প্রাণ হারিয়েছেন।
সম্প্রতি আফগানিস্তানে এভাবে বারবার মসজিদে আক্রমণ করা হচ্ছে। ইসলামিক স্টেট এর দায় স্বীকার করলেও হামলার প্রকৃতি ও কারণ নিয়ে ধন্দে ওয়াকিফহাল মহল। এই নিয়ে সাম্প্রতিক কালে চতুর্থ ইমামের মৃত্যু হল বোমা হামলায়।
হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি জানিয়েছেন, জুমার নামায আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজারগাহ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। এ সময় তার হাতে চুমু খাওয়ার সময় এক ব্যক্তি তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। মুজিব আনসারি ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে নামাযের ইমামতি করতে যাচ্ছিলেন। গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালিবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন।