বিবিসির পাশে দাঁড়ালো সুনকের সরকার

- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক: বিবিসির পাশে দাঁড়ালো সুনকের সরকার। দীর্ঘ ৬০ ঘণ্টা ধরে আয়কর দফতরের তল্লাশি অভিযানের কেটে গেছে একটা সপ্তাহ। এবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল সুনকের সরকারকে। ব্রিটেনের পার্লামেন্টে এ বিষয়ে আলোচনার সময় স্পষ্ট জানিয়ে দিল ঋষি সুনকের সরকার, সংবাদমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা নষ্ট হক এমন কোনও কাজ করা উচিত না। মঙ্গলবার ব্রিটেনের পার্লামেন্টে এ নিয়ে আলোচনা শুরু হয়। সেখানেই সুনকের সরকার স্পষ্ট জানিয়ে দেয়, বিবিসিতে ভারতের আয়কর দফতরের হানার বিষয়টি নিয়ে সে দেশের সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে উদ্বেগ জানানো হয়েছে। কারণ ব্রিটেনের সরকার মনে করে, সংবাদমাধ্যমের ক্ষেত্রে সম্পাদকীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ইংল্যান্ড তার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গর্বিত।