ছন্দে ফেরা সূর্যদের সামনে সানরাইজার্স

- আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্ক: দুরন্ত গতিতে এগিয়ে চলা দিল্লি ক্যাপিটালসের জয়ের রথ থামিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই মুম্বইয়ের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর মাঝে কোথায় একটা হারিয়ে গিয়েছিল দক্ষিণের দলটি। তবে শেষ ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে। পঞ্জাবের বিরুদ্ধে বড় জয়ই পেয়েছে সানরাইজার্স। ২৪৫ রান তাড়া করে জয় খুব একটা কম কথা নয়। কিন্তু সেটাই করেছে সানরাইজার্স। আর এবার তারা মুখোমুখি হতে চলেছে মুম্বইয়ের। দুই দলের মুখোমুখি সাক্ষাতে এখনও পর্যন্ত অবশ্য পাল্লা ভারী মুম্বইয়ের। কারণ আইপিএলের আসরে মুম্বই ও সানরাইজার্স মোট ২৩ বার মুখোমুখি হয়েছে। ১৩বার জিতেছে মুম্বই, বাকি দশবার জয় এসেছে হায়দরাবাদের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে এই পরিসংখ্যানই মুম্বইকে তাতিয়ে তোলার জন্য যথেষ্ট।
মুম্বইয়ের একটাই চিন্তা। রোহিত শর্মা এখনও ফর্মে এলেন না। তবে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা দারুণ ছন্দে আছেন। বিশেষ করে সূর্য। সঙ্গে তিলক বর্মার উপস্থিতি মুম্বইয়ের ব্যাটিংকে যে আরও কিছুটা সমৃদ্ধ করবে, তাতে কোনও সন্দেহ নেই। তবে রায়ান রিকেলটন এখনও সেভাবে কিছু করে উঠতে পারেননি। তবে আইপিএল এমন একটা অনিশ্চিয়তার খেলা, যে কেউ যখন তখন ফিরে আসতে পারেন। রিকেলটনকে নিয়ে সেই আশাতেই রয়েছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। তবে মুম্বইয়ের বোলিং আগ্নেয়গিরিতে ঠাসা। জসপ্রীত বুমরাহ ফিরে এসেছেন। এখনও বল হাতে ততধিক উইকেট না তুলতে পারলেও তাঁর বোলিং ভরসা জোগাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। কারণ উইকেট খুব বেশি না পেলেও তাঁর ইকোনোমি রেট বেশ ভালো। আইপিএলের ইতিহাসে সানরাইজার্সের বিরুদ্ধে বুমরাহ এখনও পর্যন্ত ১৭টি উইকেট নিয়েছেন। কাজেই তিনি এই ম্যাচে কি-ফ্যাকটর হতেই পারেন।
অন্যদিকে সানরাইজার্স এমন একটি দল, যাদের আগে থেকে অনুমান করা খুব কঠিন। গত ম্যাচে তারা যেভাবে পঞ্জাবের ২৪৫ রান তাড়া করে অনেকগুলি বল বাকি থাকতেই জয় তুলে নিল, তাতে তাদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই মুম্বইয়ের কাছে। ওয়াংখেড়ের পিচ অনেকটাই ফ্ল্যাট। তাই সেখানে কার্যকরী হতে পারেন সানরাইজার্সের দুই মারকুটে ব্যাটার অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। সঙ্গে ইশান কিশানের মতো ব্যাটারও আছেন। বাড়তি ভরসা জোগাতে পারেন হেনরিক ক্লেইসেনের মতো ব্যাটসম্যানও।