ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: লুলা

- আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। ফিলিস্তিনের বিদেশ ও প্রবাসী বিষয়ক মন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিন বিষয়ে নিজের অবস্থান জানান ব্রাজিলের প্রবীণ এ প্রেসিডেন্ট।
বলেছেন, ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে সমর্থন অব্যাহত রাখবে তার দেশ। পাশাপাশি ১৯৬৭ সালের আগের সীমান্তের ওপর ভিত্তি করে ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার জন্য কাজ করবে ব্রাজিল। এর আগে গত রবিবার রাজধানী ব্রাসিলিয়ায় আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৭ বছর বয়সী লুলা।
শপথ শেষে কংগ্রেসে দেওয়া এক ভাষণে তিনি ব্রাজিল থেকে দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি ব্রাজিলের সংবিধানের প্রতিপালন, সুরক্ষা এবং তাতে পূর্ণতা দেওয়ার চেষ্টা করব। আইনের শাসন বজায় রেখে ব্রাজিলের মানুষের কল্যাণে কাজ করব। দেশের মানুষের ঐক্য, দেশের অখণ্ডতা ও স্বাধীনতাকে টিকিয়ে রাখার চেষ্টা করব।’ ওই ভাষণে ফিলিস্তিন ইস্যুতেও কথা বলেন লুলা।
সে সময় তিনি ফিলিস্তিন প্রশ্নে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে উল্লেখ করেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিলের নতুন এই প্রেসিডেন্ট। একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের সব ধরনের পদক্ষেপ সমর্থন করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।