পুবের কলম, ওয়েবডেস্ক: পাসপোর্ট আদালতের হেফাজতে থাকা সত্ত্বেও এক বিচারাধীন ব্যক্তি কিভাবে দেশ থেকে পালালো? পাসপোর্ট ছাড়া দেশত্যাগের ঘটনায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের। সংশ্লিষ্ট মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মনমোহনের একটি বেঞ্চ। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের ও গ্রেফতারের নির্দেশও দিয়েছে আদালত। বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে, তা নিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে মামলা চলছিল ওই ব্যক্তির। মামলার সুবিধার্থে আমেরিকা থেকে দম্পত্তির সন্তানকে দেশে ফিরিয়ে আনার কথা ছিল তাঁর। ২২ জানুয়ারি সন্তান সহ তাঁর আদালত চত্বরে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এদিন তাঁদের সন্তানকে ফিরিয়ে আনেননি ওই ব্যক্তি।
এমনকি নিজেও আসেননি আদালতে। তাই আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়। তবে অভিযুক্তের পক্ষের আইনজীবী বিকাশ সিং বেঞ্চকে আশ্বস্ত করেছিলেন যে তিনি পরবর্তী শুনানির তারিখে উপস্থিত থাকবেন। কিন্তু পরবর্তী শুনানিতে তিনি আদালতে উপস্থিত হননি। তবে ওই ব্যক্তি জানিয়েছেন, দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তান অসুস্থ থাকার কারণে তাঁকে আমেরিকায় যেতে হয়েছে। তারপর ২৯ জানুয়ারী, ওই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির পরোয়ানা জারি করে আদালত। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারির জন্য সম্ভব্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। যাতে তাকে দ্রুত বিচারের আওতায় আনা যায়।
প্রসঙ্গত, ‘অবৈধ অভিবাসন’ এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে রণংদেহী মূর্তি ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প ২.০ সরকার। এই আবহে ক’দিন আগেই কলম্বিয়া, ভারত সহ বেশ কিছু দেশে ‘অবৈধ অভিবাসীদের’ ফিরিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এহেন পরিস্থিতিতে মনিশ চোকরা পাসপোর্ট ছাড়া কিভাবে আমেরিকায় চলে যেতে পারে তাতে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।