ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল ও অমুসলিমদের সদস্য নিয়োগ নয়, বলল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 62
পুবের কলম, ওয়েবডেস্ক: নয়া ওয়াকফ আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ আইনে স্থগিতাদেশ না দিলেও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না বলে এদিন জানিয়ে দিল শীর্ষ আদালত। এছাড়া ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ করা যাবে না বলেও জানায় সুপ্রিম কোর্ট। আগামী শুনানি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সাতদিনের মধ্যে কেন্দ্রকে সুপ্রিম কোর্টে নিজেদের জবাব জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: আগামী বছরে মিলবে ডেঙ্গি ভ্যাকসিন, দাবি ICMR-এর
প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানায়, যেসব সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী হিসাবে নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে, তাদের চরিত্র কোনও ভাবেই বদল করা যাবে না। রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যপদে কোনও নিয়োগ হবে না। ৫ মে পরবর্তী শুনানি। পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রকে হলফনামা দাখিল করতে বলে সুপ্রিম কোর্ট।
বুধবার কেন্দ্রীয় সরকারকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিল শীর্ষ আদালত। ১৯৪০ সাল থেকে ‘ভোগদখলকরী ওয়াকফ’ রয়েছে। নয়া সংশোধনী কার্যকর হলে সেই সমস্ত সম্পত্তির চরিত্র বদল করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। হিন্দু মন্দির বা অন্যান্য প্রতিষ্ঠানে অন্য সম্প্রদায়ের কেউ থাকে কিনা তাও জানতে চায় শীর্ষ আদালত। হিন্দু ধর্মের ট্রাস্টগুলিতে মুসলিমদের সদস্যপদ দেওয়া হবে কিনা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞাসা করেন প্রধান বিচারপতি। এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাতদিন সময় চেয়েছে কেন্দ্র।