প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ তাঁদের রায়ে উত্তরপ্রদেশ সরকারকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার মান প্রয়োগ করার বিষয়ে গুরুত্ব দিতে বলছে। তারসঙ্গে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষাকে ‘সাংবিধানিক’ বলেও তকমা দিয়েছে। এছাড়া রাজ্যকে মাদ্রাসা থেকে বের হওয়া পড়ুয়াদের অন্য স্কুলে ভর্তির নির্দেশও দেওয়া হয়েছে।