০৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম ধমকঃ দূষণের জেরে দিল্লিতে শুক্রবার থেকে ফের বন্ধ স্কুল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্কঃ শীর্ষ আদালতের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য দিল্লিতে বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল। আগামীকাল শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে জানানো হয়েছে।

গত সোমবারেই দেশের রাজধানী শহরে খুলে গিয়েছিল সমস্ত স্কুল এবং কলেজ।মনে করা হয়েছিল দূষণ একটু হলেও কমছে।

কিন্তু কেজরীওয়াল সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট।

দেশের প্রধান বিচারপতি এনভি রামানা অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলেন, ”তিন-চার বছরের শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে। কিন্তু পূর্ণবয়স্করা বাড়িতে বসে কাজ করছে! আপনার সরকারের দিকে নজরদারি চালাতে আমরা কাউকে নিয়োগ করব।”

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণার সময়ে জানিয়েছিলেন পরিবেশের ধীরে ধীরে উন্নতি হবে এই পূর্বাভাস পেয়েই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের দিওয়ালির সময় থেকেই দিল্লির দূষণ ভয়াবহ চেহারা নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। অবশেষে গত সোমবার থেকে ফের খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কিন্তু শীর্ষ আদালতের ধমক খেয়ে ফের স্কুল বন্ধের সিন্ধান্ত নিল কেজরী সরকার।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম ধমকঃ দূষণের জেরে দিল্লিতে শুক্রবার থেকে ফের বন্ধ স্কুল

আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শীর্ষ আদালতের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য দিল্লিতে বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল। আগামীকাল শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে জানানো হয়েছে।

গত সোমবারেই দেশের রাজধানী শহরে খুলে গিয়েছিল সমস্ত স্কুল এবং কলেজ।মনে করা হয়েছিল দূষণ একটু হলেও কমছে।

কিন্তু কেজরীওয়াল সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট।

দেশের প্রধান বিচারপতি এনভি রামানা অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলেন, ”তিন-চার বছরের শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে। কিন্তু পূর্ণবয়স্করা বাড়িতে বসে কাজ করছে! আপনার সরকারের দিকে নজরদারি চালাতে আমরা কাউকে নিয়োগ করব।”

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণার সময়ে জানিয়েছিলেন পরিবেশের ধীরে ধীরে উন্নতি হবে এই পূর্বাভাস পেয়েই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের দিওয়ালির সময় থেকেই দিল্লির দূষণ ভয়াবহ চেহারা নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। অবশেষে গত সোমবার থেকে ফের খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কিন্তু শীর্ষ আদালতের ধমক খেয়ে ফের স্কুল বন্ধের সিন্ধান্ত নিল কেজরী সরকার।