আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 80
পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মহত্যাই করেছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এমনটাই জানিয়ে দিল সিবিআই। শুক্রবার বান্দ্রা আদালতে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার পরবর্তী শুনানি ৮ এপ্রিল। পাঁচ বছর আগে ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। সেই সময় সুশান্তর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এদিন মুম্বইয়ের আদালতে সিবিআই এই মামলার অন্তিম রিপো্র্ট জমা দিল।
আরও পড়ুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক! গোটা পরিবারকে শেষ করতে এলোপাথাড়ি গুলি বিজেপি নেতার
প্রসঙ্গত, বান্দ্রার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। খুন না আত্মহত্যা তা নিয়ে ওঠে প্রশ্ন। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলাও হয় বিস্তর। অবশেষে অভিনেতার মৃত্যুর রিপোর্ট জমা দিল সিবিআই। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছিলেন জানিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি।
সুশান্তকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতার বাবা। সুশান্তর প্রেমিকা অভিনেতা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই সময় হাজতবাসও হয় রিয়া ও তাঁর ভাইয়ের। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই জানিয়েছিল মুম্বই পুলিশ। চুড়ান্ত রিপোর্টে সেই বিষয়ে সিলমোহর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে খুন বা মাদক সংক্রান্ত কোনও তথ্যও উঠে আসেনি বলে খবর।