BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল বজবজের সুস্মিত নস্কর

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিশ্বের দরবারে আবার জায়গা করে নিলো দক্ষিন ২৪ পরগনা।খেলাধূলায় বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে এই জেলা।এবার বজবজের দশম শ্রেণীর এক ছাত্র আন্তর্জাতিক যোগাপ্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল।বজবজ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নস্কর পাড়ার বাসিন্দা, যোধপুর পার্ক বয়েস স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুস্মিত নস্করের আন্তর্জাতিক স্তরে এই নিয়ে স্বর্ণপদকের সংখ্যা দুই।যার একটি অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে বিশাখাপত্তনমে। সেখানে যোগা বিশ্বকাপে ১৪ থেকে ১৭ বছর বয়সি ইভেন্টের একটিতেই অংশগ্রহণ করে পায় স্বর্ণপদক এবং অপরটি পায় সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া ‘এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে’ দশম তম এশিয়া কাপে।

মোট ১২টি দেশের ৫০ জন প্রতিযোগীদের মধ্যে সুস্মিত যোগা ট্র্যাডিশনালে পায় স্বর্ণপদক। এ ছাড়াও আর্টিস্টিক সোলোতে একটি রুপোর পদক এবং যৌথভাবে আরও একটি রুপোর এবং একটি ব্রোঞ্জ পদক পায়। জাতীয় স্তরের পুরস্কারের সংখ্যাটাও প্রায় অনেক। ডিস্ট্রিক্ট, স্টেট এবং জাতীয় স্তরে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক স্তরেও সে তার সুনাম অক্ষত রেখেছে। সাত বছর বয়স থেকেই যোগার প্রতি টান তৈরি হয় সুস্মিতের। বাবা স্বপন নস্কর প্রাইভেট ফার্মে কর্মরত হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য প্রায় বারবারই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় সুস্মিতের পরিবারকে।তাই তাঁর পরিবারের আবেদন সুহৃদয় কোন ব্যক্তি বা সংস্থা তাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।তাঁর মা বলেন,বজবজের বিধায়ক অশোক দেব তাদের নানাভাবে সাহায্য করেছে। যোগা এবং পড়াশোনা ছাড়াও সুস্মিতের আঁকতে ভাল লাগে। তবে বর্তমানে সময়ের অভাবে তা আর হয়ে ওঠে না। সুস্মিত নস্কর আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করায় গর্বিত তাঁর পরিবার, গর্বিত সমগ্র বজবজের আপামর জনগণ।গর্বিত দ:২৪ পরগনার মানুষ।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder