আরব লিগে ফিরল সিরিয়া

- আপডেট : ৭ মে ২০২৩, রবিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সিরিয়াকে জোটের সদস্য দেশ হিসাবে পুনরায় অন্তর্ভুক্ত করল আরব লিগ। রবিবার মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দফতরে জোটের সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াধে ১৯ মে আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হল। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার-আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লিগের সদস্যপদ বাতিল করা হয়। অনেক আরব রাষ্ট্র তাদের দূতদের দামাস্কাস থেকে প্রত্যাহার করে নেয়। তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লিগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সউদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ওই সময় আশ্বাস দেওয়া হয়, সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লিগে ফিরিয়ে আনা হবে।