দামাস্কাস, ১২ জানুয়ারি: আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুুন সরকার গঠন করা হবে বলে ঘোষণা করলেন দেশটির বিদেশমন্ত্রী আসাদ আল-শাইবানি। বুধবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি।
বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতা দখলকারী ইসলামপন্থী বিদ্রোহীরা মোহাম্মদ আল-বাশিরের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল। বিদ্রোহ অভিযানের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা গত মাসে আহমেদ আল-শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল।
ক্ষমতায় আসার পরপরই তিনি আসাদ আমলের সংসদ বিলুপ্ত ও কয়েক দশক ধরে সিরিয়া শাসন করা আসাদের রাজনৈতিক দল বার্থ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন আইনসভা গঠনের দায়িত্বও তাকে দেওয়া হয় আহমেদ আল-শারাকে। এদিন আল-শাইবানি বলেন, ‘১ মার্চ যে সরকার গঠিত হবে, তা যতটা সম্ভব সিরিয়ার জনগণের প্রতিনিধিত্ব করবে এবং দেশের বৈচিত্র্যকে গুরুত্ব দেবে।’