পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার একুশে ফেব্রুয়ারি ২০২৫ সুন্দরবন এলাকার জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় সুবর্ন দ্বীপ আশ্রমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির মানুষরা কিভাবে অংশগ্রহণ করবেন সেই বিষয়ে টি-ও-টি প্রোগ্রাম ও সোশ্যাল ম্যাপিং প্রোগ্রাম করানো হয়। হাসনাবাদ,হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী ব্লকের ২০টি গ্রামের ৪০ জন পুরুষ ও মহিলাকে নিয়ে একটি মনোজ্ঞ প্রশিক্ষণ শিবির করা হয়। প্রশিক্ষিকা হিসেবে উপস্থিত ছিলেন মন্দ্রিতা ত্রিবেদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম সাহেব। তিনি বলেন বিপর্যয় মোকাবেলা তথা বিপর্যয়ের প্রতিরোধের জন্য প্রস্তুত হওয়া আমাদের জন্য খুবই জরুরী। বিশেষকরে সুন্দরবন এলাকা অত্যন্ত বিপর্যয়-প্রবন জোন, সেজন্য আপনারা যারা সাধারণ মানুষকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি করেন তা গুরুত্বপূর্ণ কাজ। ইউনিসেফ-এর সহায়তায় আমানত ফাউন্ডেশন এই কাজে বিভিন্ন ধর্মের ধর্ম-গুরুদেরকে নিয়োজিত করার চেষ্টা করে চলেছে। এছাড়া এসডিজি বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে এই কাজকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যেও আমানত ফাউন্ডেশন অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।আপনাদের এই কাজকে আমরা সবাই আন্তরিকভাবে সমর্থন করি।
এই সভায় রাইট ট্রাকের পক্ষ থেকে ছিলেন আশরাফ আলী, সমাজকর্মী সাহাবুদ্দিন মোল্লা, জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পদক আরিফুল ইসলাম মণ্ডল, কোষাধ্যক্ষ পিয়ার আলি গাইন ও ম্যানেজার মারুফ বিল্লা গাজীসহ অনেকে।