২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সমস্যা সমাধানে ভাঙড়ের গ্রামে শুরু হল পাড়া বৈঠক

মুহাম্মদ ফিরোজ, ভাঙড়: শুরু হয়েছে পাড়ায় পাড়ায় ‘পাড়া বৈঠক’। আর তাতেই বিপুল সাড়া পাওয়া যাচ্ছে এলাকায়। গ্রামের পুরুষ ও মহিলারা একসঙ্গে ওই বৈঠকে যোগ দিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। সমাধানের জন্য চলছে আলোচনা। পঞ্চায়েতের কাজের অঙ্গ হিসাবেই এই পাড়া বৈঠক করে এলাকার সমস্যা ও উন্নয়নের লক্ষ্যে রূপ রেখা তৈরি করা হচ্ছে। ভাঙড় ২ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন বুথে কয়েক দিন ধরেই এই পাড়া বৈঠকের আয়োজন করা হয়েছে। আর তাতেই উৎসবের পরিবেশে গ্রামের মানুষরা অংশ নিচ্ছেন।  ভগবানপুর পঞ্চায়েতের দক্ষিণ খয়েরপুর গ্রামের বাসিন্দা মাফুজা বিবি বলেন, গ্রামের কয়েকটি নিকাশি নালার অবস্থা খারাপ। সেগুলো ঠিক করার আবেদন জানাই। ওনারা গুরুত্ব দিয়ে নিকাশি নালা মেরামতির আশ্বাস দিয়েছেন। এছাড়াও সরকারের অনেকগুলো প্রকল্পের কথা জানিয়েছেন। এই প্রকল্পগুলোর কথা জানতাম না। তাই নাম নথিভুক্ত করেছি। খুব ভালো লাগলো এই পাড়া বৈঠকে উপস্থিত থাকতে পেরে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder