২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

পর্যটকদের জন্য জলদাপাড়া জঙ্গল সাফারি বন্ধ করা হল
পুবের কলম প্রতিবেদক, আলিপুরদুয়ার: মাদারিহাটে জলদাপাড়া অভয়ারণ্য প্রবেশের মুখে অস্থায়ী সেঁতুটি ভেঙ্গে পড়েছে। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে হলং নদীতে। প্রবল বৃষ্টির জেরে বনদফতরের পক্ষ থেকে জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় অনবরত বৃষ্টির ফলে মাদারিহাট ব্লকের হলং নদীতে জল বৃদ্ধি হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশের মুখে কাঠের সেঁতুটি পূর্বে ভেঙ্গে গিয়েছিল।পরবর্তীতে পাশে বাঁশের অস্থায়ী সাকো বানিয়ে যাতায়াত চলছিল। প্রবল বৃষ্টিতে বুধবার বাঁশের সেই সাঁকোটিও ভেঙে যায়। জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। বনদফতরের পক্ষ থেকে বুধবার থেকে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে। এদিন বহু পর্যটক জঙ্গল সাফারি করার জন্য টিকিট কাটতে এসে হতাশ হয়ে ফিরে যায়।