১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জননেতা সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা নবীন পরিচালকের

পুবের কলম, ওয়েবডেস্কঃ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ আপামর জনগণ। তাঁর এই ভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারেনি রাজনীতির আঙিনার

বিধানসভায় আজ সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা, শোকবার্তা পাঠ করবেন স্পিকার

পুবের কলম প্রতিবেদকঃ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ তাঁর স্মৃতি চারণ হবে বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শোকপ্রস্তাব পাঠ করবেন– তারপর

‌’কাছের মানুষকে হারালাম’

আহমদ হাসান ইমরান (সম্পাদক, পুবের কলম): সুব্রত মুখার্জির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ভীষণ অমায়িক মানুষ ছিলেন। তিনি যখন কলকাতা পুরসভার মেয়র হন, তখন তাঁর সাফল্য নজর কেড়েছিল সকলের। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া দিগন্ত এবং আমাদের সাপ্তাহিক কলম-এর জন্য তখন তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম, খোলা মনে, তখন অনেক গুরত্বপূর্ণ মতামত দিয়েছিলেন। 

মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন ‘আলোর দিনে অন্ধকার নেমে এলো’

ডা. মানস ভুঁইঞা: সুব্রতদার প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘আলোর দিনে অন্ধকার নেমে এলো। সত্যিই আলোর অনুষ্ঠানের দিনে আমরা সুব্রত মুখোপাধ্যায়ের মতো একজন বিজ্ঞ– প্রবীণ রাজনীতিবিদকে হারালাম। ১৯৬৮ সালে সবং -এর বসন্তপুর বাণীভবন স্কুল থেকে আমি উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে জুওলজি নিয়ে ভর্তি হয়েছিলাম। ইচ্ছা ছিল প্রশাসনে যাব বা অধ্যাপনা করব। বাবা স্বর্গীয় পুলিনবিহারী ভুঁইঞা চাইলেন ডাক্তার হতে হবে। তখন তো জয়েন্ট এন্ট্রাস ছিল না, সেসময় মার্কসের ভিত্তিতে ভর্তি হতো। সেইমতো আবেদন করলাম।  আমি আরজিকর মেডিক্যাল কলেজে সুযোগ পেলাম। আমাদের সময় এক বছর প্রি-মেডিক্যাল, পাঁচ বছর এমবিবিএস, এক বছর ইন্টার্ন, এক বছর জুনিয়র হাউস স্টাফ ও ছয় মাস সিনিয়র হাউজ স্টাফ করতে হতো। তারপর পোস্ট গ্রাজুয়েট পড়া যেত। তো একদিন খুব অত্যাচারিত হলাম হিন্দু হোস্টেলে। তখন আমি হোস্টেল থেকে বেরিয়ে সারা রাত্রি কলেজ স্কোয়ারে কাটালাম। সকালবেলা হাঁটতে হাঁটতে মহাজাতি সদন গেলাম। কেননা বাবা আমাকে বলেছিলেন কোনওরকম সমস্যা হলে প্রিয়বাবু, সুব্রতবাবুদের সঙ্গে দেখা করবি। বাবা কংগ্রেসের নেতা ছিলেন। সেই কথা মনে রেখে আমি মহাজাতি সদনে পৌঁছালাম। গিয়ে দেখি সুব্রতদা, প্রিয়দা জনতা স্টোভে জল গরম করছে চা বানাবে বলে। তো আমি গিয়ে সব ঘটনা জানালাম। ওনারা আমাকে আশ্বস্ত করেন।  প্রিয়দা সুব্রতদাকে বললেন, সুব্রত তুই মানসকে নিয়ে নির্মলচন্দ্র স্ট্রিটে প্রতাপদার (তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি) বাড়িতে যা। আমাকে নিয়ে সুব্রত দা মহাজাতি সদন থেকে হাঁটতে হাঁটতে প্রতাপ চন্দ্রর বাড়িতে নিয়ে গেল। ফিরে এলাম, তারপর সুযোগ পেয়ে গেলাম নীলরতন মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার জন্য। ১৯৬৮ সালে প্রিমেডিক্যাল শেষ করে ১৯৬৯ সালে নীলরতনে এলাম এমবিবিএস প্রথম বর্ষে। এসে দেখি নকশালদের, এসএফআই, এআইএসএফের তান্ডব। ছাত্র পরিষদের কোনও ইউনিট ছিল না। আমাদের সমভাবাপন্ন চার-পাঁচ জন বন্ধুকে সঙ্গে নিয়ে আমি আবার সেই মহাজাতি সদনের দিকে হাঁটলাম। প্রদীপ রায়, মনোরঞ্জন কর্মকার, শান্তি মাহাতো, অশোক মাঝি ও আমি। গিয়ে প্রিয়দাকে বললাম আমাদের অবস্থা তো খুব সঙ্গীন। আমাদের কলকাতায় থাকার জায়গা নেই। ডাক্তার কি আমাদের হওয়া হবে না। আপনি আমাদের মন্ত্র দিন, পতাকা দিন। বলেন তোরা পারবি। আমি বললাম চেষ্টা করে দেখব। এমনি মরেই আছি। বললো ঠিক আছি। ১৯৬৯ সালের ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন প্রিয় দা ও সুব্রত দা গোপনে কলেজে এসে ক্যান্টিনের একটা ঘরে ছাত্র পরিষদের একটা ইউনিট গড়ে দিলেন। আমাকে দায়িত্ব দিলেন কনভেনার হিসাবে। সেই থেকে পথচলা। তারপর ইন্দিরা গান্ধীর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য হওয়ায় প্রিয়দা নিজেকে গুটিয়ে নিলেও সুব্রতদা ইন্দিরা গান্ধীর সঙ্গেই ছিলেন। তাই সুব্রতদাকে ঘিরে একটা রাজনৈতিক বৃত্ত তৈরি হয়েছিল ছাত্র রাজনীতি, যুব রাজনীতির নেতাদের। আমিও তার একটা অংশ ছিলাম। দীর্ঘদিন সুব্রতদাকে কেন্দ্র করে রাজনীতি করেছি এবং আজকে যারা প্রতিষ্ঠিত নেতা তাঁরা সুব্রত দা, প্রিয়দার সঙ্গে কাজ করেছেন। কেউ কেউ আবার সোমেনদার সঙ্গেও কাজ করেছেন।  তারপর ১৯৭২ সালে সিদ্ধার্থ শংকর রায়ের নেতৃত্বে সরকার তৈরি হলে প্রথমে সুব্রত দা স্বরাস্ট্রমন্ত্রী, পরে পঞ্চায়েত ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন।  ১৯৮১ সালে সবং -এ যমুনা বালা সাউ নামে একটি মহিলা গণধর্ষিত হয়। তাঁকে মেরে দেওয়া হয়। তাঁর স্বামীকে কোপানো হয়। তাঁদের একটা ছোট্ট বাচ্চাকে ধানক্ষেতে ছুড়ে ফেলে দেয়। এই হাড়হিম করা ঘটনার প্রতিবাদে আমি সবং -এ একটা প্রতিবাদ সভা করেছিলাম। যার প্রধান বক্তা ছিলেন সুব্রতদা। তখন রাস্তাঘাটে কাঁদা। সে সময় সুব্রতদাকে নিয়ে মোটর সাইকেল ও সাইকেলে চেপে সভাস্থলে পৌঁছালাম– প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তারপর ১৯৮২ সালে আমি বিধায়ক হলাম। দীর্ঘপথ সুব্রতদার সঙ্গে আমি কাজ করেছি। মাঝখানে উনি একটু আমাকে ভুল বুঝেছিলেন। কারণ সোমেনবাবুর সঙ্গে আমাকে কাজ করতে হয়েছিল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে। কিন্তু মনেপ্রাণে আমি সুব্রতদার সঙ্গেই ছিলাম।  তারপর ১৯৮৩ সালে বাবা মারা গেলে সেসময় সুব্রত দা ও বৌদি ছন্দবানি মুখার্জী আমার বাড়িতে এসে পাশে ছিলেন। তারপর রাজনীতির নানা ঘাতপ্রতিঘাত আসে। উনি বহু বড় বড় পদে নেতৃত্ব দিয়েছেন। তারপর উনি তৃণমূলে গেলেন, আবার কংগ্রেসে এলেন। আবার তৃণমূলে গেলেন, আমিও ২০১৬ সালে তৃণমূলে এলাম। তারপর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করেছি। সুব্রতবাবু একজন দক্ষ সংগঠক ছিলেন। আগুন ঝরানো, আগুনের স্ফুলিঙ্গ ছিলেন। যেকোনও সময়, যেকোনও জায়গায় যেকোনও ইস্যু তৈরি করতে পারতেন এবং আন্দোলনে নেতৃত্ব দিতে পারতেন। দক্ষ প্রশাসক ছিলেন, মেয়র হয়েছিলেন এবং আমার মনে হয়, তিনি শ্রেষ্ট মেয়র আমার দৃষ্টিতে ছিলেন। পঞ্চায়েত মন্ত্রী হিসাবে তিনি দক্ষতার সঙ্গে কাজ সামলেছেন।  আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পঞ্চায়েত দফতর ভাল কাজ করেছে বলে দেশের মধ্যে সেরা পুরস্কার পেয়েছে। এর কৃতিত্ব সুব্রতদারও। ১৯৯৫ সালে আমার মা মারা গেলে সোমেনদার সঙ্গে বৌদি ছন্দবানি মুখার্জী এসেছিলেন। তখন দাদা আসতে পারেন নি। সুব্রতদা একটা বর্ণময় চরিত্র। শুধু দারুণ প্রশাসক নয়– রসিক, হাস্যময় ছিলেন। মানুষকে হাসাতেন। খুব বকাঝকাও দিতেন আমাদের। আবার খুব ভালোওবাসতেন। আমি বৃহস্পতিবার আমার স্ত্রী গীতারাণী ভুঁইঞাকে নিয়ে পিজিতে দেখতে গিয়েছিলাম সুব্রতদার সঙ্গে। দুপুর তিনটার সময় গিয়ে তাঁর সঙ্গে ১ ঘন্টা কথা বলেছি। সেসময় বলছিলেন, মানস তোরা কোথায় থাকিস। আমার স্ত্রী গীতাকেও বললো তোমরা কোথায় থাকছো। আমি বললাম এমএলএ হোস্টেলে। আমাকে বললো কেন, তুই মন্ত্রীর কোয়াটারে যাস নি। আমি বললাম না, আমরা এমএলএ হোস্টেলেই থাকি। আমার কাছে কারণ জানতে চাইলে, আমি বলি না আমার বড় বড় ঘরে থাকতে ভূতের ভয় করে। বললো আমার মতো তোরও ভূতের ভয়! আমি বললাম, হ্যাঁ আমারও ভূতের ভয়।  তারপর তাঁর দীর্ঘ ৪০ বছরের সহকর্মী তাঁকে নিয়ে সিটি স্ক্যান করাতে নিয়ে যাচ্ছিলেন। দেখলাম তিনি হেঁটে গাড়িতে উঠলেন। আমি একটু বাদে এমএলএ হোস্টেলে ফিরে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় গিয়েছিলাম। প্রায় ৮ টা ৩০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী তড়িঘড়ি উতালা হয়ে বেরিয়ে গেলেন। কি ব্যাপার, জানতে পারলাম নাকি উনি পিজি গেছেন। সুব্রতদার নাকি আবার হার্ট অ্যাটাক হয়েছে। আবার আমি এমএলএ হোস্টেলে ফিরে আসি। টিভি খুলতে দেরি হওয়ায় সময়মতো খবরটা জানতে পারে নি। পরে ৯ টা ৩০ মিনিটে টিভিতেই দেখি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত। তখন বুকটা কেঁপে উঠল। বিশ্বাস করতে পারছিলাম না। তড়িঘটি ওই রাতেই স্ত্রীকে গাড়িতে নিয়ে গেলাম পিজিতে। দুপুর ৩ টার সময় যে মানুষটা কথা বলছিলেন, গিয়ে দেখলাম সুব্রতদার নিথর দেহ শুয়ে আছে। আমার আর বলার মতো ভাষা ছিল না। 

তাঁর হাত ধরেই প্রধান থেকে মন্ত্রী হয়ে ওঠা: মন্ত্রী বঙ্কিমচন্দ্র

সামিম আহমেদ, সাগর : প্রয়াত তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার মৌন মিছিল করল সাগর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যায় সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে আশ্রম মোড় বাজার পর্যন্ত মৌন মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রত্যেকের হাতেই ছিল প্লাকার্ড ও মোমবাতি। শেষে তার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। 

শ্যামপুরে রাজ্যের কৃত্রিম বনাঞ্চল গড়ে উঠেছিল প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির হাত ধরে

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া: ২০১৯ সালের অক্টোবর মাসে হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর এক নং ব্লকে কৃত্রিম বনাঞ্চলের উদ্বোধন করতে এসেছিলেন প্রয়াত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি। সেদিন ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই থুনবার্গ ফরেস্টের উদ্বোধন করতে গিয়ে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি জানিয়েছিলেন, রাজ্যের ৩৪২ টি ব্লকেই এই কৃত্রিম বনাঞ্চল তৈরি করা হবে। সেদিন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির হাতে সূচনা হওয়া থুনবার্গ ফরেস্ট আজ সত্যিই প্রকৃত বনাঞ্চলের রূপ পেয়েছে।  তিনি বলেছিলেন এই প্রকল্প রূপায়ন হলে মানুষ কাজ পাবে‌। সেদিন একটি আলোচনা চক্রেও অংশগ্রহণ করেছিলেন মন্ত্রী। বনাঞ্চল তৈরির প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছিলেন। 

সুব্রত মুখোপাধ্যায়কে নলেন গুড়ের পাটালি দিতে না পারায় আফসোস প্রাক্তন দেহরক্ষী শওকত আলির

জাহির হোসেন, বারাসত: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে তার পছন্দের নলেন গুড়ের পাটালি আর গামছা না দিতে পারায় আফসোস তার প্রাক্তন দেহরক্ষীর। সুব্রতবাবুর মৃত্যুতে স্মৃতিচারণা করতে গিয়ে এমনই আফসোসের কথা জানালেন তার প্রাক্তন দেহরক্ষী শওকত আলি।  দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চিংড়িয়া গ্রামের শওকত আলি ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। দীর্ঘ ২৫ বছর তিনি প্রয়াত সুব্রত মুখোপাধ্যাযয়ের দেহরক্ষী হিসাবে কাজ করেছেন। সুব্রত মুখোপাধ্যায়ের সুখ দুঃখের এবং রাজনৈতিক জীবনের বহু ঘটনার সাক্ষী তিনি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই পরিবারের লোকজনের কাছ থেকে সুব্রতবাবুর প্রয়াত হওয়ার খবরটি শোনেন সওকত। দেহরক্ষী থাকাকালীন বিভিন্ন ঘটনার বহু খবর এবং ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। শুক্রবার সকালে সেই সব ছবি সামনে রেখেই তার স্মৃতিচারণা করেন সুব্রত মুখোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী শওকত আলি শওকাত আলি বলেন, সুব্রতবাবু ছিলেন আমার কাছে অভিভাবকের মতো। পরিবারের লোক মারা গেলে যেমন কষ্ট পাই সুব্রতবাবুর মৃত্যুতে  আমি তেমনি কষ্ট পাচ্ছি। আমি আমার একজন অভিভাবককে হারালাম। সুব্রত মুখোপাধ্যায়ের সাথে টুকরো টুকরো স্মৃতি চারণা করতে গিয়ে শওকত সাহেব বলেন, নয়ের দশকে কলকাতার একটি ঘটনা তার কাছে চির স্মরণীয় হয়ে আছে। সে দিন কংগ্রেসের ডাকে বাংলা বন্ধ চলছিল। বন্ধের দিন সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে গড়িয়াহাট মোড় থেকে পশ্চিম দিকে মিছিল যাচ্ছিল। মিছিলটা কিছুদূর যাওয়ার পরই সিপিএম মিছিলের উপর হামলা করে। ইট-পাটকেল ছুড়তে থাকে। সেদিন সিপিএমের হামলায় সুব্রতবাবু এবং আমি দুজনেই আহত হয়েছিলাম। আমাদের সঙ্গে থাকা আরও দু’জন ইটের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন। আমি সুব্রতবাবুকে নিয়ে কোনো রকমে পালিয়ে আমরা চারজন একটা বাথরুমে গিয়ে আশ্রয় নেই। পরে পুলিশ আমাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।

Breaking: অন্তিমযাত্রায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, গান স্যালুটে শেষ বিদায় সুব্রতকে

পুবের কলম, ওয়েবডেস্কঃ কেওড়াতলায় গান স্যালুটে শেষ বিদায় জানানো হল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। কেওড়াতলায় আসার আগে রবীন্দ্র সদনে

সব সময় ভালো উপদেশ দিতেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সুব্রতদা: অনুব্রত

দেবশ্রী মজুমদার, বোলপুর: বৃহস্পতিবার রাতে কালীপুজোর রাতে রাজ‍্যের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata

সুব্রতদার হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম, স্মৃতিচারণায় মন্ত্রী অরূপ রায়

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হল। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হল। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে ওনার নেতৃত্বে। তখন ওনার নেতৃত্বে অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য এরা বাংলার ছাত্র নেতা। মমতাদি সুব্রতদার নেতৃত্বে ছাত্র পরিষদ করতেন। তারপর তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর আমরা সরকারে এসেছি।  ১৯৭২ সাল থেকে ২০২১ সাল একটা লম্বা রাজনীতির যুগ সুব্রতদার মৃত্যুতে অবসান হল। তাঁর মৃত্যু বাংলার রাজনীতির ভয়ংকর ক্ষতি। রাজনীতিতে নক্ষত্র পতন হলো। সুব্রতদা নেতা ছিলেন বরাবর। আমি জয়ন্ত ভট্টাচার্য, অশোক দেবের নেতৃত্বে দল করেছি। পরবর্তীকালে মমতাদির নেতৃত্বে দল করছি। কিন্তু আমাদের মাথার উপর সুব্রত মুখোপাধ্যায় ছিলেন। ওনার সঙ্গে একটা আত্মীক সম্পর্ক ছিল। বহু আন্দোলনে ওনার বহু আশীর্বাদ আমরা পেয়েছি। উনি সবসময় ভালো পরামর্শ দিতেন।” 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder