২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

বক্সিং চাম্পিয়ান ভাঙড়ের মেয়ে পিউ, সংবর্ধনা দিল যুব তৃণমূল
মুহাম্মদ ফিরোজ, ভাঙড়: স্বপ্নপুরণের লক্ষ্যে এবার আসমুদ্র হিমাচল পার করে গোয়ায় ন্যাশনাল ফেডারেশান কাপে অংশগ্রহণ করতে চলেছে ভাঙড়ের মেয়ে পিউ ঢালী। তবে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল আর্থিক প্রতিবন্ধকতা। এমতাবস্থায় ভাঙড়ের ‘সোনার’ মেয়ের পাশে এসে দাঁড়াল তৃণমূল যুব কংগ্রেস। খোদ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের নির্দেশে কিং বক্সিং চাম্পিয়ান এর বাড়িতে সংবর্ধনা সহ আর্থিক সাহায্য করতে এলেন যুব তৃণমূল নেতৃত্ব। ভাঙড়ের বামনঘাটা অঞ্চলের ঢালী পাড়ার বাসিন্দা পিউ ঢালী।কিক বক্সি চাম্পিয়ান।কলকাতার সেন্ট লরেন্স স্কুলে পড়াশুনা, সাথে অদম্য জেদ ও জীবন সংগ্রাম সাথে পথ চলা অবিরাম। রাজ্যস্তরে একাধিক টুর্নামেন্টে সুনাম কুড়িয়েছে পিউ ঢালী।বিজেতা হিসাবে জয়লাভ করেছেন একাধিক স্বর্নপদক।এক্ষেত্রে কোচ নওসাদ আলি তাকে বিশেষ ভাবে অনুপ্রেরণা জুগিয়েছে বলে তিনি জানান। এদিন সকালে যুব তৃণমূল নেতা রশিদ মোল্লার নেতৃত্বে বাইক মিছিল সহকারে কিক বক্সার পিউ ঢালীর বাড়ি ফুল, মিষ্টি নিয়ে উপস্থিত হন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিক মজুমদার। তা দেখে রীতিমতো অবাক পিউ ঢালীর বাবা, মা ও পরিবারের অন্যান্যরা। মেয়ে পাড়ি দেবে গোয়ায়, কিছুদিন বাদেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সে, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা যেন গ্রাস করেছে গোটা পরিবারকে, আর এমন কঠিন পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তৃণমূল যুব কংগ্রেস নেতৃবৃন্দরা।