২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন জুয়া গেম নিষিদ্ধ করতে বিল তামিলনাড়ু

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম,ওয়েবডেস্ক: অনলাইন গেমিং এবং জুয়ার ফাঁদে পড়ে পথে বসেছেন দেশের বিরাট সংখ্যক নাগরিক৷ সর্বস্ব খুইয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে তামিলনাড়ু, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্যে। এর সঙ্গে আবার জড়িয়ে রয়েছে আইন-শৃঙ্খলাজনিত অন্য সমস্যাও৷ এই পটভূমিতে দাঁড়িয়ে কড়া আইন এনে দেশে অনলাইন গেমিং এবং জুয়া নিয়ন্ত্রণ করতে দ্বিতীয়বারের মত উদ্যোগী হল তামিলনাড়ু সরকার।

বৃহস্পতিবার তামিলনাড়ু বিধানসভায় আবারও সর্বসম্মতভাবে অনলাইন  জুয়া নিষিদ্ধ করার বিলটি গৃহীত হয়েছে। এর আগেও তামিলনাড়ুতে স্নাতক মেডিকেল কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) প্রদানের বিল ৮ ফেব্রুয়ারি পুনরায় গৃহীত হয়েছিল।

ঘটনাপ্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন, অনলাইন জুয়া বা  গেমের কারণে শুধু ২০২২ সালে রাজ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরে অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছিলেন সুরেশকুমার নামেক এক যুবক। আত্মহত্যার পূর্বে  সে সরকারের কাছে অনলাইন গেম ‘রামি’  নিষিদ্ধ করার আবেদন  জানিয়েছিল। এই গেমের প্রলোভনে পা দিয়ে যাতে আর কোনও যুবক এহেন কাণ্ড না ঘটায়, আর কোনও মায়ের কোল না খালি হয় সেদিকেও  নজর রাখার আর্জি জানিয়েছিল সুরেশ।

এদিন বিধানসভায়, আইন বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে কি ভাবে এই ধরণের ক্ষতির খেলাগুলি নিষিদ্ধ করা যাবে তার বিশদ বিবরণ দেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংসদে বলেছিলেন, ভারতীয় সংবিধান মেনে রাজ্য গুলিতে অনলাইন গেম বন্ধ করার আইন প্রণয়ন স্থানীয় সরকারের আছে।  সেই সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিধায়কদের সর্বসম্মতিক্রমে বিলটিকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিলেন। উপস্থিত সকল রাজনৈতিক দল এই বিলটিকে সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিলটি গৃহীত হয়েছে বলে ঘোষণা করেন স্পিকার এম অ্যাপাভু।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনলাইন জুয়া গেম নিষিদ্ধ করতে বিল তামিলনাড়ু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অনলাইন গেমিং এবং জুয়ার ফাঁদে পড়ে পথে বসেছেন দেশের বিরাট সংখ্যক নাগরিক৷ সর্বস্ব খুইয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে তামিলনাড়ু, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্যে। এর সঙ্গে আবার জড়িয়ে রয়েছে আইন-শৃঙ্খলাজনিত অন্য সমস্যাও৷ এই পটভূমিতে দাঁড়িয়ে কড়া আইন এনে দেশে অনলাইন গেমিং এবং জুয়া নিয়ন্ত্রণ করতে দ্বিতীয়বারের মত উদ্যোগী হল তামিলনাড়ু সরকার।

বৃহস্পতিবার তামিলনাড়ু বিধানসভায় আবারও সর্বসম্মতভাবে অনলাইন  জুয়া নিষিদ্ধ করার বিলটি গৃহীত হয়েছে। এর আগেও তামিলনাড়ুতে স্নাতক মেডিকেল কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) প্রদানের বিল ৮ ফেব্রুয়ারি পুনরায় গৃহীত হয়েছিল।

ঘটনাপ্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন, অনলাইন জুয়া বা  গেমের কারণে শুধু ২০২২ সালে রাজ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরে অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছিলেন সুরেশকুমার নামেক এক যুবক। আত্মহত্যার পূর্বে  সে সরকারের কাছে অনলাইন গেম ‘রামি’  নিষিদ্ধ করার আবেদন  জানিয়েছিল। এই গেমের প্রলোভনে পা দিয়ে যাতে আর কোনও যুবক এহেন কাণ্ড না ঘটায়, আর কোনও মায়ের কোল না খালি হয় সেদিকেও  নজর রাখার আর্জি জানিয়েছিল সুরেশ।

এদিন বিধানসভায়, আইন বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে কি ভাবে এই ধরণের ক্ষতির খেলাগুলি নিষিদ্ধ করা যাবে তার বিশদ বিবরণ দেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংসদে বলেছিলেন, ভারতীয় সংবিধান মেনে রাজ্য গুলিতে অনলাইন গেম বন্ধ করার আইন প্রণয়ন স্থানীয় সরকারের আছে।  সেই সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিধায়কদের সর্বসম্মতিক্রমে বিলটিকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিলেন। উপস্থিত সকল রাজনৈতিক দল এই বিলটিকে সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিলটি গৃহীত হয়েছে বলে ঘোষণা করেন স্পিকার এম অ্যাপাভু।