চেন্নাই, ২৩ ফেব্রুয়ারি: জাতীয় শিক্ষা নীতি ঘোষণা হয়েছে বহু আগে। কিন্তু অন্যান্য রাজ্য মৃদু প্রতিবাদ জানালেও তামিলনাড়ু জবরদস্ত চ্যালেঞ্জ জানাচ্ছে। দক্ষিণের এই রাজ্যটি ক্রমশই ফুলে উঠছে হিন্দির বিরুদ্ধে। গতকাল মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গতকাল বলেছিলেন কেন্দ্র যদি এই রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করে তাহলেও জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া মানা যাবে না। তামিল অভিনেতা কমল হাসান বলেছিলেন, ভাষার জন্য প্রাণ দিতে ভয় পায় না তামিলনাড়ুর মনুষ। জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রতিবাদ ক্রমশই এই পর্যায়ে পৌঁছে যাবে এটা প্রথম দিকে ধারণায় ছিল না।
কিন্তু মুখ্যমন্ত্রী স্ট্যালিন আজ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, কেন্দ্রের জন্য করের টাকা যেটা রাজ্য থেকে পাঠানো হয় সেটা বন্ধ করতে এক মিনিট সময় লাগবে না। কর বন্ধের এই হুমকির পরিপ্রেক্ষিতে বিজেপি প্রতিক্রিয়ায় জানিয়েছে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না। রাষ্ট্রপতি শাসনের আহ্বান জানানো হচ্ছে।
সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ
ডিএমকে জানিয়েছে রাজ্য তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছে। তাই স্ট্যালিনের এই দাবি সঠিক।হিন্দি বিরোধী মনোভাব নিয়ে বিরোধী দল এআইএডিএমকে রাজ্য সরকারের পাশে। নিট পরীক্ষার বিরোধিতায় তারা ডিএমকের সঙ্গে ছিল। শুধু কেন্দ্র বিরোধী নয় এবার হিন্দি বিরোধিতার হাওয়া তুলে তামিলনাড়ুকে সেই পুরনো দিনের পরিস্থিতির কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। হিন্দির চাপিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগে আগুন জ্বলেছিল তামিলনাড়ুতে।
কেন্দ্রের বিজিপে সরকারও হিন্দি নিয়ে একটুও কনসেশান ছাড়তে রাজি নয় তামিলনাড়ুর জন্য এবার সামনা-সামনি দাঁড়িয়ে পড়েছে। বিজেপি এই রাজ্যে ধীরে দীরে পা রাখতে চাইছিল কিন্তু হিন্দি চাপানো নিয়ে তামিল মানুষদের ভিতরের আগুন উসকে দিলে পিছু হঠতে হবে বিজেপিকে। হিন্দি-হিন্দু-হিন্দুস্থান স্লোগান তবু ছাড়তে চাইছে না গেরুয়া সমর্থকরা। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করতে চলেছে তামিলনাড়ুতে।