BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

চেন্নাই: এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পাশে দাঁড়ালেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। জাতীয় শিক্ষানীতির নামে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন অভিনেতা-রাজনীতিক কমল হাসান। তিনি বলেছেন, এর ফল ভালো হবে না। তামিল ভাষার প্রতি রাজ্যে মানুষের আদর ও প্রেম নিয়ে খেলা করলে ফল মারাত্মক হবে। তামিল মানুষ মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিতে পারে। অতীতেও তার নজির আছে। তাঁর দল মাক্কাল নিধি মাইয়ামের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুক্রবার কমল বলেন, ভাষার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য তামিলরা প্রাণ আহুতি দিতে পারে। এসব নিয়ে খেলা করতে যাবেন না। তামিল শিশুরাও জানে, কোন ভাষাটা তাদের চাই। কোন ভাষায় তারা পড়াশোনা করবে, তা বেছে নেওয়ার বুদ্ধি তাদের আছে। প্রসঙ্গত, কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে তিনটি ভাষা মাধ্যমের কথা বলা হয়েছে, যার মধ্যে একটি হিন্দি। আর তা নিয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তুমুল বাগযুদ্ধ চলছে। ২০২৪ সালে লোকসভা ভোটে ডিএমকে শরিকের ইন্ডিয়া ব্লককে সমর্থন দিয়েছিল কমল হাসানের এমএনএম। এবার ভাষা ইস্যুতেও স্ট্যালিনের পাশে দাঁড়ালেন কমল।
বাগযুদ্ধের সূত্রপাত হয় যখন স্ট্যালিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমগ্র শিক্ষা অভিযানের ২,১৫২ কোটি টাকার তহবিল ছেড়ে দেওয়ার আর্জি জানান। স্ট্যালিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যকে কেন্দ্র করেও উদ্বেগ প্রকাশ করেন মোদীর কাছে। যাতে বলা হয়েছে, প্রধান চাইছেন যতক্ষণ না নয়া শিক্ষানীতি গ্রহণ করছে তামিলনাড়ু, ততক্ষণ ওই টাকা ছাড়া হবে না। মোদীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে স্ট্যালিন লিখেছেন, এতে রাজ্যের ছাত্র সমাজ, রাজনৈতিক দলগুলি এবং সাধারণ মানুষের ভিতর দুশ্চিন্তা ও অস্থিরতা তৈরি করছে। এর প্রতি জবাবে আবার প্রধান মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের মঙ্গলের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder