পুবের কলম প্রতিবেদক, নলহাটি: রাস্তার মাঝে ট্যাঙ্কার উল্টে গ্যাস লিকের কারণে আতঙ্ক ছড়ালো Nalhati-তে। শনিবার আনুমানিক রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে । বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। এদিন সকাল থেকেই Nalhati-২ ব্লকের নওয়াপাড়া গ্রামে বাদশাহী রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যাওয়া গ্যাস ভর্তি ট্যাঙ্কার সরানোর কাজ শুরু হয়। অল্প বিস্তর আহত হয় চালক। উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস বের হতে থাকলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান Nalhati থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ ও থানার ওসি। উপস্থিত হন পঞ্চায়েত প্রধান রিপন সেখ।
তৎক্ষণাৎ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। দমকল আধিকারিক বিপ্লব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দমকলের দুটি গাড়ি উপস্থিত হয়। রাতেই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীদের মাইকিং করে অন্যত্র নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়।
এছাড়া আগুন জ্বালানো হলে এলাকায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কথাও প্রচার হয় প্রশাসনের পক্ষ থেকে। ওই এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় সেহরির সময় ব্যস্ততা থাকে বাসিন্দাদের মধ্যে। কিন্তু গ্যাসের নির্গমণের আশঙ্কায় কেউ বাড়ি থেকে বেরোলেন না। রান্নাবান্নাও হয়নি কোনও বাড়িতে। যেহেতু রমযান মাস চলছে, ভোরবেলা (সেহরি), সন্ধ্যাবেলা (ইফতারিতে) সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যস্ততা একটু বেশিই থাকে।
আরও পড়ুন: মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে কী করলেন Sunita Williams-রা?
রবিবার ভোরের দিকে পানাগড় থেকে গ্যাস বটলিং কেন্দ্রের আধিকারিকরা এসে গ্যাস বের হওয়া বন্ধ করে দেন। বেলা এগারোটা নাগাদ ক্রেন ও হাইড্রার সাহায্যে গ্যাস ট্যাঙ্কারটি সোজা করা হয়। বিকেল পর্যন্ত এলাকায় পুলিশ আধিকারিকরা রয়েছেন। ট্যাঙ্কারটি সরিয়ে অন্যত্র নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
পঞ্চায়েত প্রধান রিপন সেখ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।