রাজস্থানে ট্যাঙ্কার-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, গাড়ির মধ্যেই পুড়ে মৃত্যু ৪ জনের, আহত আরও ৪

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 4
চপুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চারজনের। শুক্রবার ভোররাতে রাজস্থানের আজমীর জেলার জয়পুরের বেওয়ারে উদয়পুর জাতীয় সড়কের উপরে একটি পেট্রোলিয়াম ট্যাঙ্কার ধাক্কা মারে একটি ধাক্কা ট্রেলারে। দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে গাড়ি দুটি আগুন ধরে যায়। গাড়ির মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় তিনজন। পরে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ট্রেলারটি মুম্বই থেকে দিল্লিতে যাচ্ছিল। ট্রেলারে শস্য নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পরে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ব্যাপকতা পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাস্তার ধারের থাকা বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি ও দোকানেও আগুন লেগে যায়। ট্যাঙ্কার থেকে তেল লিক হয়ে যাওয়ায়, পিছনে থাকা একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে যান সাব ডিভিশনাল মেজিস্ট্রেট মৃদুল সিং, সদর সার্কেল পুলিশ আধিকারিক চেনারাম বেড়া, সার্কেল অফিসার মাসুদা ঈশ্বর সিং যাদব। সেই সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন, জেলাশাসক, আজমীর কালেক্টর।