তাজমহলকে করের নোটিশ আগ্রা পুরনিগমের, সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি

- আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ করের নোটিশ পেল তাজমহল কর্তৃপক্ষ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে সম্পত্তি ও জলের কর চাইল আগ্রা পুরনিগম। দ্রুত সেই বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নোটিশ পাঠানও হয়েছে, না হলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।
এই প্রসঙ্গে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেনডেন্ট রাজ কুমার প্যাটেল জানিয়েছেন, তাজমহলের ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
এদিন তিনি আরও বলেন, সম্পত্তি কর হিসেবে ১.৪০ লক্ষ টাকা এবং জলের কর হিসেবে ১ কোটি টাকারও বেশি অর্থ চাওয়া হয়েছে। বকেয়ার যে বিল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে সেটি মূলত ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের। শুধু তাই নয় আগামী ১৫ দিনের মধ্যে এই বকেয়া অর্থ গুলি মিটিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে পুরনিগম দফতর।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটেল জানান, আমার সঙ্গে এই প্রথম এমন ঘটনা ঘটলো। কারণ আমি যত টুকু জানি, স্মৃতিস্তম্ভ গুলিকে কর দিতে হয় না। কারণ এই সম্পত্তির কোনও বানিজ্যিক ব্যবহার হয় না। তিনি আরও বলেন, হয়তো পুরনিগম কর্তৃপক্ষ ভুল করে এই নোটিশ পাঠিয়েছে।
যদিও এই বিষয়ে মিউনিসিপ্যাল কমিশনার নিখিল টি ফান্ডকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাজমহলে দেওয়া নোটিশ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে তিনি এটাও বলেন যে, সমস্ত সরকারি ও ধর্মীয় ভবন নির্বিশেষে কর দিতে নোটিশ পাঠানো হয়েছে।
রাজ কুমার প্যাটেল বলেন এর আগেও ৫ কোটি টাকা করের নোটিস পাঠিয়েছিল ক্যান্টনমেন্ট বোর্ড। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সৌধ সংক্রান্ত সরকারি আইন অনুযায়ী জবাব দিয়েছিল।