টি২০ বিশ্বকাপ সেমির আগে অনুশীলনে চোট পেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন,তারপর কি হল!
- আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। তার আগেই অনুশীলনে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা।
মঙ্গলবার সকালে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন রোহিত। তাঁকে বল ছুঁড়ছিলেন থ্রো ডাউন স্পেশালিস্ট এস রঘু। একটা বল রোহিতের ডানহাতে গিয়ে আঘাত করে। মূহুর্তে যন্ত্রণায় কাতরে ওঠেন রোহিত। বেরিয়ে যান নেট ছেড়ে। তবে বিসিসিআই সূত্রে খবর চোট একেবারেই গুরুতর নয়। তবে মিনিট ৪০ হাতের ফুলে যাওয়া জায়গায় বরফ ঘষতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্যাপটেনকে।
দৌড়ে আসেন দলের ফিজিও। শুরু হয় শুশ্রূষা। ম্যাসাজ করতে থাকেন ফিজিও। এরপর কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলে ফের অনুশীলনে ফেরেন রোহিত।শট আর্ম পুল খেলার চেষ্টা করছিলেন রোহিত, ১৮ গজ দূর থেকে ১৫০ কিমি/ঘণ্টা বেগে বল আসছিল। কয়েক সেকেন্ডের জন্য বলটা মিস করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।