প্রেম করার অপরাধে কিশোরকে পিটিয়ে খুন, কেটে দেওয়া হল লিঙ্গ, উত্তপ্ত বিহারের মুজফ্ফরপুর

- আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে দলিত যুবককে মারধর করে প্রস্রাব খাওয়ানোর পর, এবার প্রেম করার অপরাধে কিশোরকে পিটিয়ে খুনের ঘটনা ঘটল বিহারে মুজফ্ফরপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জখম অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যাপক মারধরের পাশাপাশি যুবকের লিঙ্গ কেটে ফেলার অভিযোগ প্রেমিকার বাড়ির লোকজনের বিরুদ্ধে।
নিহত যুবকের নাম সৌরভ কুমার (১৭)। প্রেমিকার বাড়ি সোরবারা অঞ্চলে। সেখানেই গিয়েছিল কিশোর।তার পরেই আক্রোশ ঝড়ে পড়ে প্রেমিকের ওপরে। শুরু হয় ব্যাপক মারধরের পালা। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য সৌরভের দেহ পাঠানো হয়েছে। মৃতের দেহ নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ চালায় সৌরভ কুমারের বাড়ির লোকজন সহ উত্তেজিত জনতা।
শোকাহত সৌরভ কুমারের বাড়ির লোকজন। মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।