১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Telangana: প্রথম তফসিলিদের জন্য শ্রেণিবিন্যাস চালু

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার তেলেঙ্গানা (Telangana) সরকার তফসিলি জাতির মধ্যে আরও পিছিয়ে পড়াদের জন্য কোটা চালুর করার সরকারি নির্দেশ দিয়েছে। দেশের মধ্যে তেলেঙ্গানা (Telangana) রাজ্য প্রথম যেখানে তফসিলিদের মধ্যেও শ্রেণিবিন্যাস করা হয়েছে। সোমবার একথা জানান সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি । এর আগে তেলেঙ্গানায় (Telangana) অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি শামিম আখতারের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশন ৫৯টি তফসিলি সম্প্রদায়কে তিনটি ভাগে ভাগ করার সুপারিশ করেছিল। শিক্ষার ক্ষেত্রে মোট ১৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। ৮ এপ্রিল তেলঙ্গানার (Telangana) আইসভায় ওই প্রস্তাব সম্মতি পায়। সোমবার ১৪ এপ্রিল তেলেঙ্গানার গেজেটে তা প্রকাশিত হয়েছে। সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর দিনটিকেই তা ঘোষণার জন্য বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আম্বেদকর নগর থেকে নয়াদিল্লি পর্যন্ত চালু নতুন ট্রেন, সংবিধান রচয়িতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

কমিশনের প্রতিবেদন অনুসারে, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগতভাবে  ১৫টি তফসিলি জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত গ্রুপ-১, এক শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। গ্রুপ-২, যার মধ্যে ১৮টি মাঝারিভাবে উপকৃত তফসিলি জাতি সম্প্রদায় রয়েছে, তাদের জন্য নয় শতাংশ কোটা প্রদান করা হয়।  যেখানে গ্রুপ-৩, উল্লেখযোগ্যভাবে উপকৃত তফসিলি জাতি সম্প্রদায়ের ২৬টি অন্তর্ভুক্ত, তাদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে এক কপি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের রায়ের পরেই তেলেঙ্গানায় (Telangana) প্রথম রাজ্য যেখানে তফসিলি জাতিভুক্তদের জন্যও শ্রেণিবিন্যাস কার্যকরা করা হয়েছে বলে জানান সেচমন্ত্রী। আগের বিআরএস দলকে নিশানা করে তিনি বলেন পূর্বতন সরকার শুধুন প্রস্তাব পাস করে রেখেছিল। তা বাস্তবে রূপায়ন করেছে কংগ্রেস সরকার।  তিনি আরও বলেন, ২০২৬ সালের আদমশুমারিতে যদি তফসিলি জাতিগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেই অনুযায়ী সংরক্ষণের পরিমাণও বৃদ্ধি পাবে। গত বছর মে মাসে তফসিলি জাতি বিল পাস হয়। সুপ্রিম কোর্ট গত বছর তফসিলিদের যাঁরা আর্থিকভাবে আরও পিছিয়ে রয়েছে তাঁদের জন্য কোটা চালু করার রায় দেয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Telangana: প্রথম তফসিলিদের জন্য শ্রেণিবিন্যাস চালু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার তেলেঙ্গানা (Telangana) সরকার তফসিলি জাতির মধ্যে আরও পিছিয়ে পড়াদের জন্য কোটা চালুর করার সরকারি নির্দেশ দিয়েছে। দেশের মধ্যে তেলেঙ্গানা (Telangana) রাজ্য প্রথম যেখানে তফসিলিদের মধ্যেও শ্রেণিবিন্যাস করা হয়েছে। সোমবার একথা জানান সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি । এর আগে তেলেঙ্গানায় (Telangana) অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি শামিম আখতারের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশন ৫৯টি তফসিলি সম্প্রদায়কে তিনটি ভাগে ভাগ করার সুপারিশ করেছিল। শিক্ষার ক্ষেত্রে মোট ১৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। ৮ এপ্রিল তেলঙ্গানার (Telangana) আইসভায় ওই প্রস্তাব সম্মতি পায়। সোমবার ১৪ এপ্রিল তেলেঙ্গানার গেজেটে তা প্রকাশিত হয়েছে। সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর দিনটিকেই তা ঘোষণার জন্য বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আম্বেদকর নগর থেকে নয়াদিল্লি পর্যন্ত চালু নতুন ট্রেন, সংবিধান রচয়িতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

কমিশনের প্রতিবেদন অনুসারে, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগতভাবে  ১৫টি তফসিলি জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত গ্রুপ-১, এক শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। গ্রুপ-২, যার মধ্যে ১৮টি মাঝারিভাবে উপকৃত তফসিলি জাতি সম্প্রদায় রয়েছে, তাদের জন্য নয় শতাংশ কোটা প্রদান করা হয়।  যেখানে গ্রুপ-৩, উল্লেখযোগ্যভাবে উপকৃত তফসিলি জাতি সম্প্রদায়ের ২৬টি অন্তর্ভুক্ত, তাদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে এক কপি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের রায়ের পরেই তেলেঙ্গানায় (Telangana) প্রথম রাজ্য যেখানে তফসিলি জাতিভুক্তদের জন্যও শ্রেণিবিন্যাস কার্যকরা করা হয়েছে বলে জানান সেচমন্ত্রী। আগের বিআরএস দলকে নিশানা করে তিনি বলেন পূর্বতন সরকার শুধুন প্রস্তাব পাস করে রেখেছিল। তা বাস্তবে রূপায়ন করেছে কংগ্রেস সরকার।  তিনি আরও বলেন, ২০২৬ সালের আদমশুমারিতে যদি তফসিলি জাতিগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেই অনুযায়ী সংরক্ষণের পরিমাণও বৃদ্ধি পাবে। গত বছর মে মাসে তফসিলি জাতি বিল পাস হয়। সুপ্রিম কোর্ট গত বছর তফসিলিদের যাঁরা আর্থিকভাবে আরও পিছিয়ে রয়েছে তাঁদের জন্য কোটা চালু করার রায় দেয়।