ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের পেশোয়ায়, মৃত্যু কমপক্ষে ১৭, আহত ৯০

- আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক:ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলেই খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৭ জন মারা গেছে, গুরুতর আহত হয়েছে আরও ৯০ জনের মতো। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুরে উত্তর পশ্চিম পেশোয়ার শহরের এক মসজিদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।
ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক সিকন্দর খান বলেন, “বিস্ফোরণের সময় মসজিদটিতে নামাজ পড়ছিল মুসল্লিরা। একাধিক মানুষ একত্রিত হয়েছিলেন সেখানে। বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে।”
পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজ়াজ় খান সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটে নমাজের সময় মসজিদে বিস্ফোরণ হয়। খবর পেয়ে মসজিদে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। শুরু হয়েছে উদ্ধারকাজ।
ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা গুরুতর।আপাতত তারা চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক মহম্মদ আসিম বলেন, “আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত ৯০ জন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছে।” গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পেশোয়ার জুড়ে। আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের বাইরে পরিজনদের খোঁজে জড়ো হয়েছেন একাধিক মানুষ।