ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর বাজি কারখানায়, মৃত ৭

- আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বাজি তৈরি করার পর বুধবার সকালে তা রোদে শুকোতে দিয়েছিলেন কারখানার কর্মীরা। সেই বাজিতেই আগুন লেগে যায়। তার পর সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে। কারখানার ভিতরে থাকা বাজিতে আগুন ধরে যেতেই ভয়ানক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
তামিলনাড়ু ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ডিজিপি আভাস কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘ভবনটি ধসে পড়েছে। এখনও আটকে রয়েছেন অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা জারি রয়েছে।’