১২ এপ্রিল ২০২৫, শনিবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

Breaking: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 2

পুবের কলম,ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। ময়নাগুড়িতে উল্টে গেল বিকানির এক্সপ্রেস। পাটনা-গুয়াহাটি বিকানের গামী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪টি যাত্রীবোঝাই বগি লাইনচ্যুত।  বহু হতা-হতের আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকার্য। জখমদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের গতিববেগ ছিল  ঘন্টায় ৪০ কিমি  বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

Breaking: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে বগি।  রেলসূত্রে খবর, দুমড়ে-মুচড়ে গিয়েছে ৪টি বগি। একটি জলে পড়ে গিয়েছে। দুর্ঘটনার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদস্থ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে নির্দেশ। ১২কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ৫১টি অ্যাম্বুলেন্স। শিলিগুড়ি থেকে অতি তৎপরতার সঙ্গে রিলিফ ট্রেন আনার ব্যবস্থা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিকেল ৫ ট নাগাদ ময়নাগুড়ির দোমহনি এলাকায় পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ বিকানের এক্সপ্রেস হঠাৎ উলটে যায়। এখনও পর্যন্ত ঠিক কতগুলি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ৭টি কামরা অধিক ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। ১০- ১২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, ৫ থেকে ৬  জনের মৃত্যু হয়েছে। ইঞ্জিনের পরের যে বগি সেইগুলিই সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান লাইনে ফাটল থেকে এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে সবই তদন্ত সাপেক্ষ। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ রেলের। সন্ধ্যা নেমে যাওয়ার জন্য উদ্ধারকাজ কিছুটা হলে ব্যাহত হচ্ছে।

সূত্রের খবর, ৪০ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ২৪ জনকে আশঙ্কাজনকভাবে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ জনের অবস্থা সংকটজনক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৫ জনের মৃত্যু হয়েছে।  ৪৫  জখম। বেসরকারি সূত্রে মারফত জানা গিয়েছে, রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ৯।  দুর্ঘটনায় আহত ২০০ জনেরও বেশি।

 

ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএম/এসপি/আইজি উত্তরবঙ্গ উদ্ধার ও ত্রাণ তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ‘

 

Railway helpline numbers: 03564 255190, 050 34666 and 0361-273162, 2731622, 2731623

Helpline numbers:

New Jalpaiguri Junction: 9002041951, 9002041955

Katihar: 9002041952, 06452230692

Danapur: 06115-232398/07759070004

Pt Deen Dayal Upadhyaya Jn: 02773677/05412-253232

Sonpur: 06158-221645

Naugachia: 8252912018

Barauni: 8252912043

Khagaria: 8252912030

 

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আপডেট : ১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। ময়নাগুড়িতে উল্টে গেল বিকানির এক্সপ্রেস। পাটনা-গুয়াহাটি বিকানের গামী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪টি যাত্রীবোঝাই বগি লাইনচ্যুত।  বহু হতা-হতের আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকার্য। জখমদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের গতিববেগ ছিল  ঘন্টায় ৪০ কিমি  বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

Breaking: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে বগি।  রেলসূত্রে খবর, দুমড়ে-মুচড়ে গিয়েছে ৪টি বগি। একটি জলে পড়ে গিয়েছে। দুর্ঘটনার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদস্থ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে নির্দেশ। ১২কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ৫১টি অ্যাম্বুলেন্স। শিলিগুড়ি থেকে অতি তৎপরতার সঙ্গে রিলিফ ট্রেন আনার ব্যবস্থা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিকেল ৫ ট নাগাদ ময়নাগুড়ির দোমহনি এলাকায় পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ বিকানের এক্সপ্রেস হঠাৎ উলটে যায়। এখনও পর্যন্ত ঠিক কতগুলি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ৭টি কামরা অধিক ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। ১০- ১২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, ৫ থেকে ৬  জনের মৃত্যু হয়েছে। ইঞ্জিনের পরের যে বগি সেইগুলিই সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান লাইনে ফাটল থেকে এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে সবই তদন্ত সাপেক্ষ। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ রেলের। সন্ধ্যা নেমে যাওয়ার জন্য উদ্ধারকাজ কিছুটা হলে ব্যাহত হচ্ছে।

সূত্রের খবর, ৪০ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ২৪ জনকে আশঙ্কাজনকভাবে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ জনের অবস্থা সংকটজনক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৫ জনের মৃত্যু হয়েছে।  ৪৫  জখম। বেসরকারি সূত্রে মারফত জানা গিয়েছে, রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ৯।  দুর্ঘটনায় আহত ২০০ জনেরও বেশি।

 

ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএম/এসপি/আইজি উত্তরবঙ্গ উদ্ধার ও ত্রাণ তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ‘

 

Railway helpline numbers: 03564 255190, 050 34666 and 0361-273162, 2731622, 2731623

Helpline numbers:

New Jalpaiguri Junction: 9002041951, 9002041955

Katihar: 9002041952, 06452230692

Danapur: 06115-232398/07759070004

Pt Deen Dayal Upadhyaya Jn: 02773677/05412-253232

Sonpur: 06158-221645

Naugachia: 8252912018

Barauni: 8252912043

Khagaria: 8252912030