পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে বড়সড় হামলা সন্ত্রাসবাদীদের। দেশটির এক যাত্রীবাহী ট্রেনে হামলা চালানো হয়েছে বলে খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গোটা ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে দাবি সন্ত্রাসবাদীদের। হামলাকারীরা আরও দাবি করছে, তাদের গুলিতে ৬ জন নিহত হয়েছে। অন্তত ১০০ জন যাত্রীকে বন্দী করা হয়েছে।
পাক সংবাদমাধ্যম ডন বলছে, কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। সেই সময়েই জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।