Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 38
পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) কড়া নিন্দা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার তিনি বলেন, “ভারত এমন জবাব দেবে, যা গোটা বিশ্ব দেখবে।” বায়ুসেনার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পহেলগাঁওয়ে জঙ্গিহানার তীব্র নিন্দা করেন। সরকার শুধুমাত্র হামলাকারীদেরই নয়, এই হামলার পিছনের ষড়যন্ত্রকারীদেরও যোগ্য জবাব দেবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, “বহু নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। আমি দেশবাসীদের আশ্বাস দিয়ে বলতে চাই যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদেরই নয়, এর পিছনের ষড়যন্ত্রকারীদের কাছেও পৌছব।”
আরও পড়ুন: Pahalgam Terror Attack: প্রাণে বাঁচলেন ত্রিপুরার ৫ পর্যটক, আতঙ্কের ঘোর এখনও কাটেনি তাঁদের
দেশের তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে আজই দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীরের জঙ্গিহানা (Pahalgam Terror Attack) নিয়ে চলে দীর্ঘ বৈঠক। এরপরই তিনি মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। সন্ত্রাসবাদ নিয়ে জিরো-টলারেন্স নীতি ভারতের। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ করব।”
এই হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি বলেন, “এই নৃশংস ঘটনার পিছনে যারা আছে তাদের রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে।”হামলার (Pahalgam Terror Attack) পর সউদি আরব থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে যান। তিনি নিহতদের পরিবার এবং আহতদের পাশে থাকার বার্তা দেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সন্ত্রাসীদের “পশু এবং অমানবিক” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন এই আক্রমণ, “সাম্প্রতিককালে বেসামরিক নাগরিকদের উপর সব থেকে বড় হামলা।” ২০১৯ সালের পর পহেলগাঁও হামলা জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা। পুলওয়ামাযর ঘটনায় ৪০ জন সেনা নিহত হয়েছিল।
आतंकवाद के ख़िलाफ़ हमारी zero tolerance की policy है। भारत का एक-एक नागरिक, इस कायरतापूर्ण हरकत के ख़िलाफ़ एकजुट है।
हम सिर्फ़ उन्हीं लोगों तक नहीं पहुँचेंगे, जिन्होंने इस घटना को अंजाम दिया हैI हम उन तक भी पहुँचेंगे, जिन्होंने परदे के पीछे बैठकर, हिंदुस्तान की सरजमीं पर ऐसी… pic.twitter.com/8HJbDxeRbU
— Rajnath Singh (@rajnathsingh) April 23, 2025
Speaking at the ‘Arjan Singh Memorial Lecture’ in New Delhi https://t.co/MyxiKpKGRz
— Rajnath Singh (@rajnathsingh) April 23, 2025