BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার BREAKING: শচীনকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বের দ্রুততম ১৪ হাজার রানের মালিক বিরাট বাংলাদেশে আসছেন ইলন মাস্ক! বিদেশী ছাত্রী মৃত্যু! ‘জাতিবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ তুলে দেশ ছাড়ছে নেপালি পড়ুয়ারা অভিনয়ে সুযোগ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণ মহাকুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী জয়নগরে ভলিবল টুর্নামেন্ট রায়দিঘিতে ৩টি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় তৃনমূলের আবারও অমীমাংসিত বৈঠক,কৃষকদের মূল দাবি অধরাই

অভিনয়ে সুযোগ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণ

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মুম্বই,২৩ ফেব্রুয়ারিঃ অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঠানে এলাকায়। পাশাপাশি নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার অভিযোগে এক মহিলা-সহ আরও তিন জনের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় নির্যাতিতাকে ডেকে নিয়ে যেতেন অভিযুক্ত।

 

কিন্তু কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁর ঘনিষ্ঠ হন ওই যুবক। এক বার তাঁকে সিঙ্গাপুরের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানে মদ্যপান করিয়ে প্রথম বার তাঁকে ধর্ষণ করা হয়। তার পর মুম্বই-সহ নানা জায়গায় হোটেলে ডেকে তাঁকে যৌন হেনস্থা করেছেন যুবক। শুধু তাই নয়, নির্যাতিতার ভিডিয়ো রেকর্ড করে পরে সেটা দেখিয়ে ভয় দেখিয়েছেন এবং আবার ধর্ষণ করেছেন অভিযুক্ত।

 

উল্লেখ্য যে,অভিযোগকারিণীর বয়স ৩৪ বছর। এক বান্ধবীর মাধ্যমে মূল অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই বান্ধবী জানিয়েছিলেন, সিনেমার জগতে ওঠাবসা আছে এমন এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ রয়েছে। তাঁকে বলে কাজের সুযোগ পাইয়ে দেবেন। এই ভাবে বছর তিনেক আগে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই মহিলার। যদিও এই ধর্ষণের ঘটনায় নির্যাতিতার ওই বান্ধবী, তাঁর স্বামী এবং মেয়েও তাঁকে নানা রকম হুমকি দেন বলে অভিযোগ। পরে চার জনের নামে থানায় এফআইআর দায়ের করেন ‘নির্যাতিতা’। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder