এটাই একমাত্র উপায় পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান জেলেনস্কি

- আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক : মার্চ ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সাক্ষাৎকারে জেলেনস্কি ববা, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলতে চাই, বিষয়টা এমন নয়। আমাকে পুতিনের সঙ্গে কথা বলতে হবে। বিশ্বকে পুতিনের সঙ্গে কথা বলতে হবে। এই যুদ্ধ থামানোর আর কোনও উপায় নেই।’ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের কাছে কী চান? আমাদের ভূখণ্ড ত্যাগ করুন।
আমার সঙ্গে আলোচনায় বসুন, তবে ৩০ মিটার দূরত্বে নয়’। গত সপ্তাহে রুশ বাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের শুরুর ঘোষণা করেন পুতিন। দেশটির সরকারকে ‘নব্য-নাৎসি’ অ্যাখ্যা দিয়ে উচ্ছেদের ঘোষণা দেন তিনি। গত ৮ দিন ধরে ইউক্রেনে জোরদার হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও ইউক্রেনের খেরসেন সহ বেশ কয়েকটি শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পাশাপাশি মারিউপলেও সংঘর্ষ চলছে। রাজধানী কিয়েভকে ঘিরে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে সেনারা। টানা আটদিনের সংঘাতে কয়েক শতাধিক অসামরিক নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের কাছে ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে তার এমন অনুরোধ প্রত্যাখান করেছি আমেরিকা। বলা হয়েছিল, এই ধরনের পদক্ষেপে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ টেনে আনতে পারে। জেলেনস্কি বলেন, ‘আকাশসীমা বন্ধের ক্ষমতা যদি আপনাদের নাই থাকে তবে আমাদের যুদ্ধবিমান দিন’। কিয়েভকে সামরিক সহায়তা দিতে পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।