BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

‘সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছে না রাজ্য’ এই অভিযোগ ভিত্তিহীনঃফিরহাদ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্য সরকারের জমি জটের কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের ফেন্সিং কাজ থমকে আছে বলে একাধিকবার অভিযোগ তুলেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার।বিজেপি-র অভিযোগ, রাজ্যের ইন্দো-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সেই জমি দিচ্ছে না।

 

কিন্তু রাজ্যের জমি জট সংক্রান্ত বিজেপি-র দীর্ঘদিনের  অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভা ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্র সীমান্তে জমি চেয়েছে আর রাজ্য সরকার দেয়নি এটা হতে পারে না।রাজ্যের কোথায় বিএসএফ জমি চেয়েছে, কিন্তু পায়নি এমন তালিকা থাকলে সেই তালিকা দিন।’। তবে সেই তালিকা শুধুমাত্র সীমান্তে জমি চাওয়ার ক্ষেত্রেই হতে হবে। অন্য ক্ষেত্রে নয় বলেও এদিন জানান ফিরহাদ হাকিম।

 

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ ইস্যু। আর তার পরই ফের রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে ফের সরব হয়েছেন বিজেপি নেতারা। গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ২৮৫ কিলোমিটার সীমান্তে রাজ্যের কাছে জমি চেয়েও পায়নি কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।এমনকী ১৮টি ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়াও রাজ্যে ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে বলেও অভি্যোগ বিজেপির।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder