০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠানে মদ্যপ বর, বিয়ে বাতিল করল কনে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক:  বাড়িতে বিয়ের অনুষ্ঠান। চারদিকে সাজো সাজো রব। বাড়িভর্তি অতিথি। বরযাত্রীদের অভ্যর্থনায় তৈরি কনেপক্ষ। সেই শুভ অনুষ্ঠানেই অনাচার ঘটিয়ে ফেললেন খোদ বর। মদ্যপ অবস্থায় বিয়ে করতে এলেন তিনি।

বরের এই অভব্য আচরণে বিয়ে বাতিল করে দিলেন কনে। বিয়ের মঞ্চ থেকেই নেমে গেলেন তিনি।
উন্নাওয়ের সফিপুর এলাকার ঘটনা। কানপুর থেকে বিয়ে করতে এসেছিলেন পাত্র। পাত্রী দ্বাদশ শ্রেণী পাস।

আরও পড়ুন: কেন ৫ জন কনেযাত্রী বেশি! বিয়েবাড়িতে ধুন্ধুমার, মার খেলেন নববধূও

জানা গিয়েছে, বর মদ্যপ অবস্থায় বিয়ের মঞ্চে মালা পরানোর জন্য উঠে পড়েন। বরের মত্ত অবস্থা দেখেই তাকে বিয়ে করতে অস্বীকার করেন কনে। এই বরকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। তার পরেই বাতিল হয়ে যায় বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন: হেভিওয়েট নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে সম্পন্ন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কন্যার বিবাহ, সকলের মধ্যমণি থাকলেন যোগী আদিত্যনাথ

দুই বাড়ির তরফ থেকেই কনেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করা হয়। কিন্তু কনে স্পষ্টভাবে জানিয়ে দেন এই বিয়ে তিনি করবেন না। কনে জানান, যে মানুষ বিয়ের দিন মদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি, তার সঙ্গে ভবিষ্যৎ কি হবে।

আরও পড়ুন: বিয়ের মণ্ডপ যেন কুস্তির আখড়া! বর-কনের হাতাহাতি ঘিরে ভাইরাল ভিডিয়ো

এই ঘটনা থানা পর্যন্ত গড়িয়ে যায়। সেখানে বিবাহ-পূর্ব অনুষ্ঠানের সময় বিনিময় করা নগদ এবং মূল্যবান জিনিসপত্র ফেরত দিতে সম্মত উভয় পরিবার।

সফিপুর স্টেশন অফিসার অবিনাশ সিং বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা হয়েছে। দুই পক্ষই তাদের সমস্ত উপহার সামগ্রী ফিরিয়ে দিতে সম্মতি জানিয়েছেন।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুষ্ঠানে মদ্যপ বর, বিয়ে বাতিল করল কনে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বাড়িতে বিয়ের অনুষ্ঠান। চারদিকে সাজো সাজো রব। বাড়িভর্তি অতিথি। বরযাত্রীদের অভ্যর্থনায় তৈরি কনেপক্ষ। সেই শুভ অনুষ্ঠানেই অনাচার ঘটিয়ে ফেললেন খোদ বর। মদ্যপ অবস্থায় বিয়ে করতে এলেন তিনি।

বরের এই অভব্য আচরণে বিয়ে বাতিল করে দিলেন কনে। বিয়ের মঞ্চ থেকেই নেমে গেলেন তিনি।
উন্নাওয়ের সফিপুর এলাকার ঘটনা। কানপুর থেকে বিয়ে করতে এসেছিলেন পাত্র। পাত্রী দ্বাদশ শ্রেণী পাস।

আরও পড়ুন: কেন ৫ জন কনেযাত্রী বেশি! বিয়েবাড়িতে ধুন্ধুমার, মার খেলেন নববধূও

জানা গিয়েছে, বর মদ্যপ অবস্থায় বিয়ের মঞ্চে মালা পরানোর জন্য উঠে পড়েন। বরের মত্ত অবস্থা দেখেই তাকে বিয়ে করতে অস্বীকার করেন কনে। এই বরকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। তার পরেই বাতিল হয়ে যায় বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন: হেভিওয়েট নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে সম্পন্ন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কন্যার বিবাহ, সকলের মধ্যমণি থাকলেন যোগী আদিত্যনাথ

দুই বাড়ির তরফ থেকেই কনেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করা হয়। কিন্তু কনে স্পষ্টভাবে জানিয়ে দেন এই বিয়ে তিনি করবেন না। কনে জানান, যে মানুষ বিয়ের দিন মদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি, তার সঙ্গে ভবিষ্যৎ কি হবে।

আরও পড়ুন: বিয়ের মণ্ডপ যেন কুস্তির আখড়া! বর-কনের হাতাহাতি ঘিরে ভাইরাল ভিডিয়ো

এই ঘটনা থানা পর্যন্ত গড়িয়ে যায়। সেখানে বিবাহ-পূর্ব অনুষ্ঠানের সময় বিনিময় করা নগদ এবং মূল্যবান জিনিসপত্র ফেরত দিতে সম্মত উভয় পরিবার।

সফিপুর স্টেশন অফিসার অবিনাশ সিং বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা হয়েছে। দুই পক্ষই তাদের সমস্ত উপহার সামগ্রী ফিরিয়ে দিতে সম্মতি জানিয়েছেন।