মুখ্যমন্ত্রীর বাম হাঁটুর লিগামেন্ট ও কোমরে আঘাত লেগেছে, বিবৃতি দিল এসএসকেএম

- আপডেট : ২৭ জুন ২০২৩, মঙ্গলবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: বাম হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোমরের বাঁদিকেও চোট পেয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি হয়ে তাঁকে চিকিৎসা করতে বলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জানিয়ে দেন, বাড়িতে থেকেই চিকিৎসকদের পরামর্শ মেনে চলবেন। আজ এসএসকেএম হাসপাতাল থেকে এমনটাই বিবৃতি দিয়ে জানানো হল।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কোচবিহারে প্রচার সারেন তিনি। আজ প্রচার সেরে জলপাইগুড়ি থেকে ফেরার পথে তাঁর কপ্টার বৈকুন্ঠপুরের কাছে দুর্যোগের কবলে পড়ে। আবহাওয়া খারাপ থাকায় কোনও ঝুঁকি না নিয়ে সেবকের কাছে সেনা শালুগাড়ার কাছে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। আপৎকালীন অবতরণের সময় কোমরে ও হাঁটুতে সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। এর পরেই তাকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম-এ। সেখানে চিকিৎসকেরা মুখ্যমন্ত্রী আঘাত কতখানি গুরুতর তা জানতে এমআরআই করান। সেখানেই জানা যায়, মমতার বাঁদিকের হাঁটুতে লিগামেন্টে ও কোমরে চোট লেগেছে।