শরণার্থীদের রুয়ান্ডায় পাঠানোর বরিসের সিদ্ধান্তের নিন্দায় চার্চ অফ ইংল্যান্ড

- আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
- / 9
পুবের কলম প্রতিবেদক : শরণার্থীদের রুয়ান্ডা পাঠানোর পাকাপোক্ত যে বন্দোবোস্ত ব্রিটেন করেছে, এবার তার নিন্দায় সরব হয়েছে ইংল্যান্ডের চার্চ। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বলেছেন, যে পরিকল্পনাটি নেওয়া হয়েছে তা খ্রিস্টান মূল্যবোধ এবং ঈশ্বরের প্রকৃতির বিরোধী। রবিবার ছিল চার্চ অফ ইংল্যান্ডের প্রধান বার্ষিক ইস্টার সানডে। সেখানে ভাষণ দিয়ে গিয়ে ক্যান্টারবারির আর্চবিশপ সরকারের নতুন অভিবাসন কৌশলের তীব্র সমালোচনা করেছেন।
ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি আশ্রয়প্রার্থী ও উদ্বাস্তুদের রুয়ান্ডায় পাঠানো নিয়ে ‘গুরুতর নৈতিক প্রশ্ন’ তুলেছেন। তিনি বলেছেন করুণাময় ঈশ্বরের যে ধারণা দেওয়া হয়, ব্রিটেন সরকারের সিদ্ধান্ত তার সঙ্গে কোনোভাবেই মিলছে না। তিনি বলেন, যে নীতিই নেওয়া হোক, দেখতে হবে তা যেন ঈশ্বরের দেওয়া নীতির সঙ্গে কিংবা ঈশ্বর নির্দেশিত পথের সঙ্গে মেলে। এক্ষেত্রে তা হয়নি।
আর্চবিশপ আরও বলেন, খ্রিস্টান মূল্যবোধে চলা একটি দেশ এমন একটি নির্দেশ দিতে পারে না। আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার বন্দোবোস্ত ব্রিটেনের মূল্যবোধের সঙ্গে সমান্তরালভাবে চলতে পারে না । কারণ এক্ষত্রে আমাদের ওপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা অন্যের ওপর চালান করে দিতে চাইছি। আমাদের দায়িত্ব ছিল আশ্রয়প্রাথীদের আশ্রয় দেওয়া। কিন্তু আমার যদি সেটা রুয়ান্ডার ওপর চালান করে দিই সেটা হবে মূল্যবোধের বিরোধী একই সঙ্গে আমরা যে ঈশ্বরের ধারণা পোষন করি, এই পদক্ষেপ তার বিপরীত।
এদিন আর্চবিশপ যুক্তরাজ্য জুড়ে লক্ষ লক্ষ পরিবারের বর্তমান আর্থিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন করোনাকালের পরে এবং দুই বছরের জাতীয় লকডাউন এবং বিচ্ছিন্নতার পরে ব্রিটেনের অবস্থাকে ‘ভয়ে ভয়ে জেগে ওঠা ‘ বলে বর্ণনা করেন তিনি। তিনি বলেন আমরা তাদের রুয়ান্ডায় না পাঠিয়ে আরও ভালো কিছু করতে পারতাম। যারা এদেশে আত্মর্জাদার সঙ্গে আশ্রয় চাইছে তাদের আমার রুয়ান্ডায় পাঠাচ্ছি। তাদের জীবনে সমস্যা প্রবল হয়েছে বলেই তো তারা ভিন দেশে থেকে আশ্রয় চাইছেন। অথচ আমরা নিজেদের মাটিতে তাদের জায়গা না দিয়ে জাহাযে চাপিয়ে পাঠিয়ে দিচ্ছি রুয়ান্ডা। এটি কি ধরণের মানবতা। প্রশ্ন আর্চ বিশপের।
বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন যে ব্রিটেনে হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং যুক্তরাজ্যে যারা প্রবেশের চেষ্টা করবে সেই শরণার্থীদের রুয়ান্ডায় পাঠানো হবে।বরিস জনসনের নয়া পরিকল্পনাটি নিষ্ঠুর এবং অমানবিক হিসাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। প্রধান বিরোধী লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ ন্যাশনাল পার্টির নেতারা সকলেই এর নিন্দা করেছেন। বরিস যে চুক্তি করেছেন তার বিরুদ্ধে হতে পারে আইনি পদক্ষেপ। তাছাড়া দেশজুড়ে বহু মানুষ উদ্বাস্তুদের রুয়ান্ডায় পাঠানোর নয়া ফরমানের নিন্দায় সরব হয়েছেন।