দিল্লি বিমান বন্দরে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তকে জামিন দিল আদালত

- আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের প্রস্রাব কাণ্ডের ঘটনা ঘটল বিমান বন্দরে। দিল্লি বিমান বন্দরের ডিপার্চার গেটে মদ্যপ অবস্থায় প্রস্রাব করে দিয়েছিলেন এক যাত্রী। তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৮ জানুয়ারি। বুধবার প্রস্রাব কাণ্ডের ঘটনায় অভিযুক্তকে জামিন দেয় আদালত।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ৮ জানুয়ারি দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দমনগামী বিমান ধরতে এসেছিলেন জনৈক জৌহর আলি খান। তিনি মত্ত অবস্থায় ছ’নম্বর ফটকের সামনে প্রকাশ্যে মূত্র বিসর্জন করতে শুরু করেন। তাঁকে দেখে ঘাবড়ে যান বাকিরা। ঘটনার কথা জানতে পেরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পুলিশ তাঁকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রী এক বয়স্ক মহিলার গায়ে মূত্রত্যাগ করে বিতর্কে জড়িয়ে ছিলেন শঙ্কর মিশ্র। তা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম। ঘটনার বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর বেঙ্গালুরু থেকে দিল্লি পুলিশ গ্রেফতার অভিযুক্তকে গ্রেফতার করে। আমেরিকার একটি বড় কোম্পানিতে চাকরি করতেন তিনি। ঘটনার অভিঘাতে সেই চাকরিও যায় তাঁর। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে কর্তব্যরত কর্মীদেরও বসিয়ে দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার প্রস্রাব-কাণ্ড। এ বার খোদ দিল্লি বিমানবন্দরেই মধ্যপ অবস্থায় প্রকাশ্যে মূত্রত্যাগ করে গ্রেফতার হলেন এক যাত্রী।