১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলেকে তলব আদালতের

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্কঃ অর্থ পাচার মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পুত্র হামজা শাহবাজকে তলব করেছে এক বিশেষ কেন্দ্রীয় আদালত। ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

২০২০ সালে লাহোরের বিশেষ আদালতে শাহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফআইএ)। এ নিয়ে শনিবার লাহোরের বিশেষ আদালতে শুনানি হয়। তাদের আইনজীবী উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলে অনুপস্থিত ছিলেন। এই মামলায় পাক প্রধানমন্ত্রী ও তার ছেলে আগাম জামিন পেয়েছেন।

 

শাহবাজের আইনজীবী জানান, প্রধানমন্ত্রীর শরীর ভালো না থাকায় উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে আদালত এ মামলায় চার্জ গঠনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর শাহবাজ ও হামজাকে আদালতে হাজিরের নির্দেশ দেয়। গত ১৪ মে বিচার শুরুর কথা থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ তখন দেশে না থাকায় শুনানি পিছিয়ে যায়। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে চিনি কেলেঙ্কারির মামলায় ১৬ বিলিয়ন রুপি পাচারে জড়িত থাকার অভিযোগে এফআইএ শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা শরিফের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা দায়ের করেছিল। আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা হয়, তদন্ত দল শাহবাজ পরিবারের ২৮টি বেনামি অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যার মাধ্যমে ২০০৮-১৮ সালে ১৬.৩ বিলিয়ন রুপি বিদেশে পাচার করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলেকে তলব আদালতের

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অর্থ পাচার মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পুত্র হামজা শাহবাজকে তলব করেছে এক বিশেষ কেন্দ্রীয় আদালত। ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

২০২০ সালে লাহোরের বিশেষ আদালতে শাহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফআইএ)। এ নিয়ে শনিবার লাহোরের বিশেষ আদালতে শুনানি হয়। তাদের আইনজীবী উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলে অনুপস্থিত ছিলেন। এই মামলায় পাক প্রধানমন্ত্রী ও তার ছেলে আগাম জামিন পেয়েছেন।

 

শাহবাজের আইনজীবী জানান, প্রধানমন্ত্রীর শরীর ভালো না থাকায় উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে আদালত এ মামলায় চার্জ গঠনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর শাহবাজ ও হামজাকে আদালতে হাজিরের নির্দেশ দেয়। গত ১৪ মে বিচার শুরুর কথা থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ তখন দেশে না থাকায় শুনানি পিছিয়ে যায়। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে চিনি কেলেঙ্কারির মামলায় ১৬ বিলিয়ন রুপি পাচারে জড়িত থাকার অভিযোগে এফআইএ শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা শরিফের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা দায়ের করেছিল। আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা হয়, তদন্ত দল শাহবাজ পরিবারের ২৮টি বেনামি অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যার মাধ্যমে ২০০৮-১৮ সালে ১৬.৩ বিলিয়ন রুপি বিদেশে পাচার করা হয়েছে।