শূকরের হৃৎপিণ্ড নেওয়া সেই মার্কিন ব্যক্তির মৃত্যু!

- আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: জটিল সার্জারির মাধ্যমে শূকরের হৃদপিণ্ড নিজ দেহে প্রতিস্থাপন করিয়েছিলেন তিনি। তবে সেই সার্জারির দুই মাস পর ৮ মার্চ তার মৃত্যু হয়েছে। জানা যায়, কয়েকদিন আগেই মার্কিন নাগরিক ডেভিড বেনেটের শরীর খারাপ হয়ে পড়ে। এরপর তাকে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই মারা যান ৫৭ বছর বয়সী বেনেট। এর আগে গত ৭ জানুয়ারি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিসিনের একদল চিকিৎসক সফলভাবে বেনেটের শরীরে শূকরের হৃদপিণ্ড বসান। অনেকদিন চিকিৎসা নেওয়ার পরও ফল না মেলায় চিকিৎসকরা হার্ট প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন বেনেটকে। সেসময় বিজ্ঞানীরা আশা প্রকাশ করেন শূকরের হার্ট মানবদেহে সঠিক ভাবে কাজ করবে। কিন্তু কিছুদিন পর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয় বেনেটের। অবশেষে শূকরের হার্ট বিকল হয়ে গিয়ে, মারা যান তিনি।