বৃষ্টিতে ভিজেই খাবারের অর্ডার পৌঁছে দিচ্ছেন ডেলিভারি এজেন্ট

- আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ কঠোর জীবন সংগ্রাম। রোদে-জলে ভিজে গ্রাহকের কাছে খাবার পৌঁছানোর কাজ করে থাকেন ডেলিভারি বয়রা। এমনই এক ডেলিভারিওয়ালার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাড়িতে বসে হয়তো আপনি কফির কাপে চুমুক দিচ্ছেন। আর ভালো কোনও রেস্তোরাঁ থেকে গরম গরম খাবার অর্ডার দিয়েছেন। সেই খাবার পৌঁছে দিতে প্রাণপাত করেন ডেলিভার বয়রা।
এমনই এক ডেলিভারিওয়ালা বৃষ্টিতে ভিজে পৌঁছে দিচ্ছিলেন কোনও গ্রাহকের অর্ডার। সময়মতো তাকে পৌঁছতে হবে। তাই বৃষ্টিকে তুচ্ছ করে তিনি বাইকে সওয়ার হয়েছিলেন। বিজয়ওয়াড়ার একটি সিগন্যালে তার বাইক যখন দাঁড়িয়ে ছিল, তখন কেউ এই ভিডিয়োটি ধারণ করেন।
ডেলিভারি এজেন্টটির গায়ে কোনও রেইনকোট ছিল না। সরাসরি তাকে ভিজিয়ে দিচ্ছিল বৃষ্টির জল। সুইগি ফুড ডেলিভারি অ্যাপের এই ডেলিভারিওয়ালার এমন নিষ্ঠা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।তবে কেউ কেউ বলছেন, সুইগির মতো এত বড় কোম্পানি তার কর্মীদের সঙ্গে এমন ভাবে ট্রিট করছে! তাকে কেন রেইনকোট দেওয়া হয়নি। তাকে একটি রেইনকোট দেওয়া উচিত।আবার কেউ দেশের বেরোজগারি সমস্যার দিকে দৃষ্টিপাত করেছেন। এমনই এক নেটিজেনের মতে, দেশে ব্যাপক হারে বেড়েছে বেকারত্ব।তরুণরা কাজ পাচ্ছে না।তাই শারীরিক কষ্ট করে হলেও তাদেরকে এমন কাজ করতে হচ্ছে।